Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 17-07-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 17-07-2021/ Daily Current Affairs Today Part 4

 Current Affairs / General Knowledge in Bengali Part 4


প্রশ্নঃ "রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর" কোন্‌ রাজ্যের ২৮তম রাজ্যপাল নিয়ুক্ত হয়েছেন? -

(ক) সিকিম

(খ) হিমাচল প্রদেশ

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) গুজরাট

উত্তরঃ (খ) হিমাচল প্রদেশ


প্রশ্নঃ ভারতের বর্তমান "Attoeney General of India" কে? -

(ক) Tushar Mehta

(খ) Bipin Rawat

(গ) KK Venugopal

(ঘ) Manoj Mukund Naravane

উত্তরঃ (গ) KK Venugopal

 

প্রশ্নঃ ভারতের কোন্‌ শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়? -

(ক) চেন্নাই

(খ) কলকাতা

(গ) দিল্লী

(ঘ) মুম্বাই

উত্তরঃ (খ) কলকাতা


প্রশ্নঃ কেটে যাওয়া দুধে কোন্‌ অ্যাসিডে থাকে? -

(ক) ল্যাকটিক অ্যাসিড

(খ) অ্যাসিটিক অ্যাসিড

(গ) সাইট্রিক অ্যাসিড

(ঘ) টারটারিক অ্যাসিড

উত্তরঃ (ক) ল্যাকটিক অ্যাসিড


প্রশ্নঃ মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? -

(ক) দারা

(খ) খুররম

(গ) সেলিম

(ঘ) মুরাদ

উত্তরঃ (খ) খুররম


প্রশ্নঃ "ল্যান্ড অফ হোয়াইট অর্কিড" নাম অভিহিত করা হয় কোন্‌ স্থানকে? -

(ক) সিকিম

(খ) মেঘালয়

(গ) কার্শিয়াং

(ঘ) দার্জিলিং

উত্তরঃ (গ) কার্শিয়াং


প্রশ্নঃ ব্লাটিং পেপার কেন কালি শোষণ করে? -

(ক) কৈশিক ক্রিয়ার ফলে

(খ) কালিতে দ্রাব থাকার জন্য

(গ) কালিতে দ্রাবক থাকার জন্য

(ঘ) সান্দ্রতার জন্য

উত্তরঃ (ক) কৈশিক ক্রিয়ার ফলে


প্রশ্নঃ উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো -

(ক) থার্মোন্যাস্টিক চলন

(খ) কেমোন্যাস্টিক চলন

(গ) ট্রপিক চলন

(ঘ) ট্যাকটিক চলন

উত্তরঃ (গ) ট্রপিক চলন


প্রশ্নঃ সর্দার সরোবর বাঁধ কোন্‌ নদীর উপর গড়ে উঠেছে? -

(ক) সবরমতী

(খ) তাপ্তি

(গ) নর্মদা

(ঘ) কাবেরী

উত্তরঃ (গ) নর্মদা


প্রশ্নঃ কোন্‌ বাঙালি প্রথম স্থলবাহিনীর প্রধান পদে যোগ দিয়েছিলেন? -

(ক) প্যারীচাঁদ মিত্র

(খ) সুব্রত মুখার্জি

(গ) জয়ন্ত চৌধুরী

(ঘ) এ কে চ্যাটার্জী

উতরঃ (খ) সুব্রত মুখার্জি


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close