Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ সম্প্রতি প্রকাশিত "The Light of Asia" বইটির লেখক কে? -
(ক) অমিত বৈশ
(খ) পারুল গর্গ
(গ) জয়রাম রমেশ
(ঘ) নিতিন গডকড়ি
উত্তরঃ (গ) জয়রাম রমেশ
প্রশ্নঃ "জগন্নাথ রথ যাত্রা" কোন্ রাজ্যে উদ্যাপিত হয়? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উড়িষ্যা
(গ) কেরালা
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (খ) উড়িষ্যা
প্রশ্নঃ NTPC কোন্ রাজ্যে ভারতের বৃহত্তম সোলার পার্ক নির্মাণের ঘোষণা করেছে? -
(ক) গুজরাট
(খ) তামিলনাড়ু
(গ) অসম
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ক) গুজরাট
প্রশ্নঃ শাল হচ্ছে এক ধরনের -
(ক) পর্ণমোচী বৃক্ষ
(খ) ম্যানগ্রোভ
(গ) চিরসবুজ বৃক্ষ
(ঘ) সরলবর্গীয় বৃক্ষ
উত্তরঃ (ক) পর্ণমোচী বৃক্ষ
প্রশ্নঃ মৃত্তিকার দ্বারা ছত্রাকঘটিত প্রধানত যে রোগ ছড়ায় তার নাম হলো -
(ক) ক্লোমোমাইকসিস
(খ) অ্যামাইকোসিস
(গ) জ্যুমাইকোসিস
(ঘ) পেরিমাইকোসিস
উত্তরঃ (ক) ক্লোমোমাইকসিস
প্রশ্নঃ "ম্যালেট" শব্দটি কোন্ খেলার সঙ্গে যুক্ত? -
(ক) ব্যাডমিন্টন
(খ) সাঁতার
(গ) পোলো
(ঘ) রাগবি
উত্তরঃ (গ) পোলো
প্রশ্নঃ ভরতপুর কি কারণে বিখ্যাত? -
(ক) ঘোড়ার আস্তাবল
(খ) সিংহের বাসস্থান
(গ) পাকিরালয়
(ঘ) বাঘের বাসস্থান
উত্তরঃ (গ) পাকিরালয়
প্রশ্নঃ ভুটানের দীর্ঘতম নদী হলো -
(ক) দামোদর
(খ) কোসি
(গ) মানস
(ঘ) কালীগন্ড
উত্তরঃ (ঘ) কালীগন্ড
প্রশ্নঃ "বজ্রপাতের দেশ" বলা হয় -
(ক) নেপালকে
(খ) মালদ্বীপকে
(গ) ব্রাজিলকে
(ঘ) ভুটানকে
উত্তরঃ (ঘ) ভুটানকে
প্রশ্নঃ গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? -
(ক) অরবিন্দ ঘোষ
(খ) বাল গঙ্গাধর তিলক
(গ) বাঘাযতীন
(ঘ) লালা হরদয়াল
উত্তরঃ (ঘ) লালা হরদয়াল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ