Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ সম্প্রতি, প্রকাশিত "Riding Free My Olympic Journey" পুস্তকটি কে লিখেছেন? -
(ক) ইমতিয়াজ অনীশ
(খ) ইরফান মোহাম্মদ
(গ) নাগমা আক্তার
(ঘ) সতীশ লাহেড়ী
উত্তরঃ (ক) ইমতিয়াজ অনীশ
প্রশ্নঃ কেন্দ্রীয় সরকার কোথায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ স্থাপন করতে চলেছ? -
(ক) চেন্নাই
(খ) ভুবনেশ্বর
(গ) পুনে
(ঘ) নয়ডা
উত্তরঃ (ঘ) নয়ডা
প্রশ্নঃ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে ঘটে -
(ক) বিশ্ব-উষ্ণায়ন
(খ) বায়ুদূষণ
(গ) অরণ্য বিলোপ
(ঘ) জলদূষণ
উত্তরঃ (ক) বিশ্ব-উষ্ণায়ন
প্রশ্নঃ কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত জৈব যৌগটি হল -
(ক) সোডিয়াম
(খ) ক্যালসিয়াম
(গ) ইউরিয়া
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) ইউরিয়া
প্রশ্নঃ পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোন্টি অপরিহার্য নয়? -
(ক) রাজ্যসভার অনুমোদন
(খ) অর্থমন্ত্রীর অনুমোদন
(গ) লোকসভার অনুমোদন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) অর্থমন্ত্রীর অনুমোদন
প্রশ্নঃ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন্ প্রণালী অবস্থিত? -
(ক) মালাক্কা প্রণালী
(খ) পক প্রণালী
(গ) হরমুজ প্রণালী
(ঘ) বেরিং প্রণালী
উত্তরঃ (খ) পক প্রণালী
প্রশ্নঃ ব্যাকটেরিয়ার কোন্ অঙ্গাণু শ্বসনে অংশগ্রণ করে? -
(ক) ক্লোরোজোম
(খ) মেসোজোম
(গ) ক্রোমোটোফোর
(ঘ) মাইটোকনড্রিয়া
উত্তরঃ (খ) মেসোজোম
প্রশ্নঃ সিরাজদৌলা কলকাতা আক্রমন করে কলকাতার নাম বদলে কি রেখেছিলেন -
(ক) শাহীনগর
(খ) আলিনগর
(গ) শাহীনবাগ
(ঘ) সিরাজনগর
উত্তরঃ (খ) আলিনগর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ