Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ অস্ট্রেলিয়ার কোন্ শহরে "Olympics 2032" অনুষ্ঠিত হবে? -
(ক) ক্যানবেরা
(খ) গোল্ড কোস্ট
(গ) সিডনি
(ঘ) ব্রিসবেন
উত্তরঃ (ঘ) ব্রিসবেন
প্রশ্নঃ কে মরণোত্তর মোহনবাগান রত্ন পুওরস্কারে সম্মানিত হতে চলেছেন? -
(ক) চুনী গোস্বামী
(খ) ধীরেন দে
(গ) শিবাজী ব্যানার্জি
(ঘ) প্রদীপ চৌধুরী
উত্তরঃ (গ) শিবাজী ব্যানার্জি
প্রশ্নঃ একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়। এর কারণ -
(ক) কৈশিক ক্রিয়া
(খ) স্থিতিস্থাপকতা
(গ) মহাকর্ষ
(ঘ) সান্দ্রতা
উত্তরঃ (ক) কৈশিক ক্রিয়া
প্রশ্নঃ ভারতের রুশো কাকে বলা হয় -
(ক) লাল লাজপত রায়
(খ) স্বামী বিবেকান্দ
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) স্বামী বিবেকান্দ
প্রশ্নঃ টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন? -
(ক) এডওয়ার্ড জেনার
(খ) আলেকজান্ডার ফ্লেমিং
(গ) রোনাল্ড রস
(ঘ) লুই পাস্তুর
উত্তরঃ (ক) এডওয়ার্ড জেনার
প্রশ্নঃ দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে? -
(ক) ধারন অববাহিকা
(খ) উপত্যকা
(গ) দোয়াব
(ঘ) অববাহিকা
উত্তরঃ (গ) দোয়াব
প্রশ্নঃ নীচের যেটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়, তা হল -
(ক) ভূমিরূপ বিজ্ঞান
(খ) জলবায়ুবিদ্যা
(গ) জলবিজ্ঞান
(ঘ) নৃতত্ত্ব বিদ্যা
উত্তরঃ (ঘ) নৃতত্ত্ব বিদ্যা
প্রশ্নঃ দুদুমিঞা কে ছিলেন -
(ক) সিপাহী বিদ্রোহের নেতা
(খ) কোল বিদ্রোহের নেতা
(গ) চিপকো আন্দোলনের নেতা
(ঘ) ফরাজি আন্দোলনের নেতা
উত্তরঃ (ঘ) ফরাজি আন্দোলনের নেতা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ