Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 15-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 15-07-2021/ Daily Current Affairs Today Part 1

Current Affairs / General Knowledge in Bengali Part 1 


প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সর্বাধিক কাগজ উৎপাদন করে?
(ক) অন্ধপ্রদেশ
(খ) মহারাষ্ট্র
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) ওড়িশা
উত্তর:(খ) মহারাষ্ট্র

প্রশ্ন:১৮৫৭ সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়-
(ক) মঙ্গল পান্ডে
(খ) তাতিয়া টোপি
(গ) দ্বিতীয় বাহাদুর শাহ
(ঘ) কোনোটিই নয়
উত্তর:(গ) দ্বিতীয় বাহাদুর শাহ

প্রশ্ন: কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন-
(ক) কুতুবউদ্দিন আইবক
(খ) মুহাম্মদ বিন তুঘলক
(গ) ইলতুৎমিস
(ঘ) কোনোটিই নয়
উত্তর:(গ) ইলতুৎমিস

প্রশ্ন:"গান্ধী আরউইন" চুক্তি কি নামে পরিচিত?
(ক)লথনৌ
(খ) দিল্লি চুক্তি
(গ) পুনা চুক্তি
(ঘ) সিমলা চুক্তি
উত্তর:(খ) দিল্লি চুক্তি

প্রশ্ন: জ্বলন্ত উনুনের পাশে একটু দূরে হাত রাখলে গরম লাগে। এক্ষেত্রে তাপ আসে-
(ক) পরিবহন পদ্ধতিতে
(খ) পরিচলন পদ্ধতিতে
(গ) বিকিরণ পদ্ধতিতে
(ঘ) পরিবহন ও পরিচালন উভয় পদ্ধতিতে
উত্তর:(গ) বিকিরণ পদ্ধতিতে

প্রশ্ন: ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?
(ক) মহাপদ্ম নন্দ
(খ) ধনানন্দ
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ) অশোক
উত্তর:(গ) চন্দ্রগুপ্ত মৌর্য

প্রশ্ন: সম্পতি ভারতের ক্রিয়া মন্ত্রীর নাম কি?
(ক) কিরন রিজিমু
(খ) অনুরাগ ঠাকুর
(গ) ধর্মেন্দ্র প্রধান
(ঘ) রমেশ পক্রিয়াল
উত্তর:(খ) অনুরাগ ঠাকুর

প্রশ্ন:"শিলাদিত্য" উপাধি কোন রাজা নেন?
(ক) সমুদ্র গুপ্ত
(খ) শশাঙ্ক
(গ) হর্ষবর্ধন
(ঘ) ধর্মপাল
উত্তর:(গ) হর্ষবর্ধন

প্রশ্ন: ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
(ক) আন্দামান দ্বীপ
(খ) নিকোবর দ্বীপ
(গ) ব্যরন দ্বীপ
(ঘ) কোনোটিই নয়
উত্তর:(গ) ব্যরন দ্বীপ

প্রশ্ন: আংশিক মূল পরজীবী হলো-
(ক) বাঁশ গাছ
(খ) চন্দন গাছ
(গ) ছত্রাক
(ঘ) সাইকাস
উত্তর:(খ) চন্দন গাছ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close