Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ বঙ্কিমচন্দের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমি রচিত -
(ক)ভিল বিদ্রোহ
(খ)সিপাহী বিদ্রোহ
(গ)সন্ন্যাসী বিদ্রোহ
(ঘ)নীল বিদ্রোহ
উত্তরঃ(গ)সন্ন্যাসী বিদ্রোহ
প্রশ্নঃভারতের রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্ট (ইডি) পদে কাকে নিযুক্ত করা হল?
(ক)জোস জে কাট্টুর
(খ)টি রবি শঙ্কর
(গ)পদ্মকুমার এম নায়ার
(ঘ)টি ভি সোমনাথন
উত্তরঃ(ক)জোস জে কাট্টুর
প্রশ্নঃ অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত-
(ক)মুম্বাই
(খ)দিল্লি
(গ)চেন্নাই
(ঘ)পাঞ্জাব
উত্তরঃ(ক)মুম্বাই
প্রশ্নঃ আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত -
(ক)নর্মদা
(খ)তাপ্তি
(গ)সবরমতী
(ঘ)যমুনা
উত্তরঃ(গ)সবরমতী
প্রশ্নঃ উলগুলান বিদ্রোহের নেতা?
(ক)গয়া মুন্ডা
(খ)বিরসা মুন্ডা
(গ)সিধু কানু
(ঘ)সবগুলি
উত্তরঃ(খ)বিরসা মুন্ডা
প্রশ্নঃসনেটস টু লারা গ্রন্থটি রচয়িতা কে-
(ক)উইল্যাম সেক্সপিয়ার
(খ)জিওফ চসার
(গ)মাইকেল মধুসূদন দত্ত
(ঘ)কোনোটিই নয়
উত্তরঃ (খ)জিওফ চসার
প্রশ্নঃচারমিনার কে নির্মান করেন?
(ক)আকবর
(খ)শাহজাহান
(গ)কুলিকুতুব শাহ
(ঘ)আলাউদ্দিন
উত্তরঃ(গ)কুলিকুতুব শাহ
প্রশ্নঃ১৮৫৭ সালের ১০ই মে কোন শহের সেনানিবাসে মহাবিদ্রোহের সূচনা হয়?
(ক)দিল্লি
(খ)ব্যারাকপুর
(গ)মিরাট
(ঘ)অযোধ্যা
উত্তরঃ(গ)মিরাট
প্রশ্নঃমূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে কোন পেশি?
(ক)ডলডয়েড
(খ)স্ফিংটার
(গ)ব্রাকয়ালিস
(ঘ)স্পেটোরাইলিসা মেজর
উত্তরঃ(খ)স্ফিংটার
প্রশ্নঃবায়োটেকনোলজি পার্ক ভারতের কোথায় অবস্থিত-
(ক)আসাম
(খ)বেঙ্গালুরু
(গ)লখনৌ
(ঘ)গান্ধীনগর
উত্তরঃ (গ)লখনৌ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ