Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 14-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 14-07-2021/ Daily Current Affairs Today Part 2

 Current Affairs / General Knowledge in Bengali Part 2


প্রশ্ন: পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় g এর মান বেশি?
(ক) মেরুতে
(খ) নিরক্ষীয় অঞ্চলে
(গ) দুটোতেই সমান
(ঘ) সময়ে সময়ে পরিবর্তন হয়
উত্তর:(ক) মেরুতে

প্রশ্ন: ১৭৯২ খ্রিস্টাব্দে "গীতগোবিন্দ" গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন কে-
(ক) স্যার উইলিয়াম জোন্স
(খ) চার্লস উইলকিন্স
(গ) স্যার রবার্ট চ্যাম্বার্স
(ঘ) এতই এচই উইলসন
উত্তর:(ক) স্যার উইলিয়াম জোন্স

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সোলার প্ল্যান্ট কোথায় অবস্থিত?
(ক) বৎসোয়ানা
(খ) মরক্কো
(গ) ভারত
(ঘ) নিউজিল্যান্ড
উত্তর:(গ) ভারত

প্রশ্ন: ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা হয়েছে তার অধ্যক্ষ কে?
(ক)রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) স্বরাষ্ট্র মন্ত্রী
(ঘ) অর্থমন্ত্রী
উত্তর: (খ) প্রধানমন্ত্রী

প্রশ্ন: উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি?
(ক) ফাস্ট যায়
(খ)স্লো হয়ে যায়
(গ) বন্ধ হয়ে যায়
(ঘ) কোন পরিবর্তন হয়না
উত্তর:(খ)স্লো হয়ে যায়

প্রশ্ন: শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে?
(ক) কঠিন
(খ) তরল
(গ) গ্যাসীয়
(ঘ) শূন্যস্থান
উত্তর:(ক) কঠিন

প্রশ্ন: কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত-
(ক) নিউজিল্যান্ড
(খ) স্পেন
(গ) বেলজিয়াম
(ঘ) তুর্কি
উত্তর:(গ) বেলজিয়াম

প্রশ্ন: কিং লিয়ার গ্রন্থটি কার রচিত-
(ক) উইলিয়াম শেক্সপিয়ার
(খ)জিওফ্রে চসার
(গ) আলেকজান্ডার
(ঘ) মিল্টন
উত্তর:(ক) উইলিয়াম শেক্সপিয়ার

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো-
(ক) মিসিসিপি নদীর বদ্বীপ
(খ)গঙ্গা ব্রহ্মাপুত্র নদীর বদ্বীপ
(গ) কাবেরী নদীর বদ্বীপ
(ঘ) হোয়াংহো নদীর বদ্বীপ
উত্তর:(খ)গঙ্গা ব্রহ্মাপুত্র নদীর বদ্বীপ

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি অবস্থিত-
(ক) ইয়াংসিকিয়াং অববাহিকায়
(খ) টাইগ্রিস অববাহিকায়
(গ) সিকিয়াং অববাহিকায়
(ঘ) হোয়াংহো অববাহিকায়
উত্তর:(ঘ) হোয়াংহো অববাহিকায়

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close