Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 07-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 07-07-2021/ Daily Current Affairs Today Part 5

Current Affairs / General Knowledge in Bengali Part 5 


প্রশ্নঃ মোরারজি দেশাই - এর সমাধিস্থল কোথায় -

(ক) অভয় ঘাট

(খ) শক্তি স্থল

(গ) শান্তি ভান

(ঘ) মহাপ্রয়াণ ঘাট

উত্তরঃ (ক) অভয় ঘাট


 প্রশ্নঃ কোন্‌ শহরকে "ভারতীয় ফুটবলের মক্কা" বলা হয় -

(ক) কলকাতা

(খ) মুম্বাই

(গ) চেন্নাই

(ঘ) গোয়া

উত্তরঃ (ক) কলকাতা


 প্রশ্নঃ গরুর দুধে কোন্‌ উপাদান থাকার জন্য দুধের রং ঈষৎ হলুদাভ হয়? -

(ক) রাইবোফ্লোবিন

(খ) রাইবুলোজ

(গ) ল্যাকটোজ

(ঘ) ক্যারোটিন

উত্তরঃ (ক) রাইবোফ্লোবিন


 প্রশ্নঃ "Roscosmos" - কোন্‌ দেশের মহাকাশ সংস্থা? -

(ক) কানাডা

(খ) চীন

(গ) ইজরায়েল

(ঘ) রাশিয়া

উত্তরঃ (ঘ) রাশিয়া


 প্রশ্নঃ মাহমুদ গজনভির সমাধিসৌধ কোথায় অবস্থিত? -

(ক) কলম্বিয়া

(খ) আফগানিস্তান

(গ) আগ্রা

(ঘ) নরওয়ে

উত্তরঃ (খ) আফগানিস্তান


 প্রশ্নঃ কে ভারতীয় সংবিধান কে "আইনজীবিদের স্বর্গরাজ্য" হিসেবে গণ্য করেছিলেন? -

(ক) ডঃ বি আর আম্বেদকর

(খ) এম ভি পাইলি

(গ) ঠাকুরদাস ভর্গব

(ঘ) দুর্গাদাস বোস

উত্তরঃ (খ) এম ভি পাইলি


 প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? -

(ক) ট্রিগভি লি

(খ) ড্যাগ হ্যামারসকোল্ড

(গ) ইউ থান্ট

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) ট্রিগভি লি


 প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করলো -

(ক) চীনকে

(খ) আমেরিকাকে

(গ) ব্রাজিলকে

(ঘ) ভারতকে

উত্তরঃ (ক) চীনকে


 প্রশ্নঃ ভারতের জাতীয় জনসংখ্যা নীতি কত সালে কেন্দ্রিয় মন্ত্রীসভায় অনুমোদন পায়? -

(ক)  ১৯৫০ সালে

(খ) ১৯৭৫ সালে

(গ) ১৯৯৫ সালে

(ঘ) ২০০০ সালে

উত্তরঃ (ঘ) ২০০০ সালে


 প্রশ্নঃ বজ্রপাতের দেশ কাকে বলা হয়? -

(ক) ভুটান

(খ) নেপাল

(গ) চীন

(ঘ) রাশিয়া

উত্তরঃ (ক) ভুটান


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close