Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন -
(ক) স্বামীনাথন
(খ) নিরপাক টুটেজ
(গ) ভারগিস কুরিয়েন
(ঘ) অরুন কৃষ্ণান
উত্তরঃ (ক) স্বামীনাথন
প্রশ্নঃ একটি রূপান্তরিত শিলার উদাহরণ হলো -
(ক) গ্রানাইট
(খ) নিস
(গ) কাদাপাথর
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) নিস
প্রশ্নঃ ব্র্যাবর্ন স্টেডিয়াম কোথায় অবস্থিত? -
(ক) রাঁচি
(খ) জামশেদপুর
(গ) মুম্বাই
(ঘ) নিউ দিল্লী
উত্তরঃ (গ) মুম্বাই
প্রশ্নঃ মহাসমুদ্রকে নীল দেখায় কি কারণে? -
(ক) আলোর বিচ্ছুরণ
(খ) আলোর বিক্ষেপন
(গ) আলোর প্রতিফলন
(ঘ) আলোর প্রতিসরণ
উত্তরঃ (খ) আলোর বিক্ষেপন
প্রশ্নঃ চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন -
(ক) লর্ড কর্ণওয়ালিস
(খ) চার্লস উড
(গ) মেকলে
(ঘ) উইলিয়াম বেন্টিং
উত্তরঃ (গ) মেকলে
প্রশ্নঃ মকরসংক্রান্তি কবে পালন করা হয় -
(ক) ২২ শে ডিসেম্বর
(খ) ৪ ঠা জুলাই
(গ) ৩ রা জানুয়ারি
(ঘ) ২১ শে জুলাই
উত্তরঃ (ক) ২২ শে ডিসেম্বর
প্রশ্নঃ কাঁচি কোন্ শ্রেণির লিভার -
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) কোনো লিভারই নয়
উত্তরঃ (ক) প্রথম
প্রশ্নঃ একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো -
(ক) গ্রানাইট
(খ) কাদাপাথর
(গ) নিস
(ঘ) চুনাপাথর
উত্তরঃ (ক) গ্রানাইট
প্রশ্নঃ অ্যাট্রোপিন উপক্ষার কোন্ গাছ থেকে পাওয়া যায় -
(ক) আফিং গাছ
(খ) বেলেডোনা গাছ
(গ) সিঙ্কোনা গাছ
(ঘ) ধুতুরা গাছ
উত্তরঃ (খ) বেলেডোনা গাছ
প্রশ্নঃ ভারতের ময়ূর সিংহাসন বর্তমানে কোন্ দেশে আছে? -
(ক) পাকিস্তান
(খ) ইরান
(গ) আফগানিস্তান
(ঘ) মিশর
উত্তরঃ (খ) ইরান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ