Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ গোয়ার নতুন রাজ্যপাল কে শপথ গ্রহণ করেছেন? -
(ক) সত্যপাল মালিক
(খ) পিএস শ্রীধরন পিল্লাই
(গ) প্রমোদ সাবন্ত
(ঘ) দীপঙ্কর দত্ত
উত্তরঃ (খ) পিএস শ্রীধরন পিল্লাই
প্রশ্নঃ "অভিনব ভারত" নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল -
(ক) প্রফুল্লচাকী
(খ) সাভারকর
(গ) ভগৎ সিং
(ঘ) ক্ষুদিরাম বসু
উত্তরঃ (খ) সাভারকর
প্রশ্নঃ ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে -
(ক) ৫ টি
(খ) ৬ টি
(গ) ৭ টি
(ঘ) ৮ টি
উত্তরঃ (ঘ) ৮ টি
প্রশ্নঃ প্রবাল প্রাচীর হল -
(ক) জলজ উদ্ভিদের মৃতদেহ
(খ) নিভারিয়া পর্বের প্রাণীদের দেহ
(গ) সমুদ্রের তলদেশের পাথরবিশেষ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ নিভারিয়া পর্বের প্রাণীদের দেহ
প্রশ্নঃ ফুসফুসের আবরণীর কোন্ স্তরটি ভিতরের দিকে থাকে? -
(ক) প্লুরা
(খ) ভিশেরাল প্লুরা
(গ) প্যারাইটাল প্লুরা
(ঘ) অন্তঃপ্লুরা অঞ্চল
উত্তরঃ (ক) প্লুরা
প্রশ্নঃ নিম্নের কোন নগরটির থেকে কাঠের পুলের নিদর্শন পাওয়া যায়
(ক) চানহুদারো
(খ) কালিবঙ্গান
(গ) লোথাল
(ঘ) ধোলাভিরা
উত্তরঃ (খ) কালিবঙ্গান
প্রশ্নঃ ইবন বতুতা কোন্ দেশের লোক ছিলেন -
(ক) আফগানিস্তান
(খ) চীন
(গ) পর্তুগাল
(ঘ) মরক্কো
উত্তরঃ (ঘ) মরক্কো
প্রশ্নঃ কেন্দ্রীয় আইনসভার নাম কি? -
(ক) বিধানসভা
(খ) লোকসভা
(গ) পার্লামেন্ট
(ঘ) রাজ্যসভা
উত্তরঃ (গ) পার্লামেন্ট
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ