Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 6

 Current Affairs / General Knowledge in Bengali Part 6


প্রশ্নঃ "World Snake Day" কবে অয়ালিত হয়েছে -

(ক) ১৩ জুলাই

(খ) ১৪ জুলাই

(গ) ১৫ জুলাই

(ঘ) ১৬ জুলাই

উত্তরঃ (ঘ) ১৬ জুলাই


প্রশ্নঃ পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজর উৎপত্তিস্থল হলো -

(ক) মস্তিষ্ক

(খ) থাইরয়েড

(গ) অগ্নাশয়

(ঘ) রক্ত

উত্তরঃ (গ) অগ্নাশয়


প্রশ্নঃ "পোস্ট অফিস" - কার লেখা? -

(ক) অমৃতা প্রীতম

(খ) ওহ হেনরী

(গ) কীটস

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


প্রশ্নঃ লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল -

(ক) মুসলিম লীগ ও ভারত সভা

(খ) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ

(গ) স্বরাজ্য দল ও মুসলিম লীগ

(ঘ) হোমরুল লীগ ও মুসলিম লীগ

উত্তরঃ (খ) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ


প্রশ্নঃ সার্চ লাইটে কী ধরনের দর্পন ব্যবহার করা হয় -

(ক) সমতল

(খ) উপবৃত্তীয়

(গ) উত্তল

(ঘ) অবতল

উত্তরঃ (ঘ) অবতল


প্রশ্নঃ নীচের কোন্‌টি জল বাহিত রোগ -

(ক) পোলিও

(খ) ম্যারাসমাস

(গ) হাম

(ঘ) টাইফয়েড

উত্তরঃ (ঘ) টাইফয়েড


প্রশ্নঃ লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? -

(ক) ৬০ দিন

(খ) ৮০ দিন

(গ) ১০০ দিন

(ঘ) ১২০ দিন

উত্তরঃ (ঘ) ১২০ দিন


প্রশ্নঃ ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা কত সালে হয়েছিল? -

(ক) ১৯৬৬ সালে

(খ) ১৯৭৮ সালে

(গ) ১৯৮৬ সালে

(ঘ) ১৯৮৯ সালে

উত্তরঃ (গ) ১৯৮৬ সালে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close