Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 8
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 8

 Current Affairs / General Knowledge in Bengali Part 8


প্রশ্নঃ কোন্‌ রাজ্যে ভারতের প্রথম "Grain ATM" স্থাপন করা হবে? -

(ক) পশ্চিমবঙ্গ

(খ) হরিয়ানা

(গ) উত্তর প্রদেশ

(ঘ) ছত্তিসগড়

উত্তরঃ (খ) হরিয়ানা


প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? -

(ক) চিত্তরঞ্জন দাশ

(খ) গোপাল কৃষ্ণ গোখলে

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) এম জি রানাডে

উত্তরঃ (ক) চিত্তরঞ্জন দাশ


প্রশ্নঃ ওয়াটার লুর যুদ্ধ কবে হয়েছিল? -

(ক) ১৮০০ সালে

(খ) ১৮০৫ সালে

(গ) ১৮০৭ সালে

(ঘ) ১৮১৫ সালে

উত্তরঃ (ঘ) ১৮১৫ সালে


প্রশ্নঃ আলোকরশ্মির প্রাথমিক রংগুলি হল -

(ক) লাল নীল সবুজ

(খ) হলুদ নীল লাল ছাই রং

(গ) লাল সবুজ নীল হলুদ

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) লাল নীল সবুজ


প্রশ্নঃ পিতল কোন্‌ কোন্‌ ধাতুর মিশ্রণ -

(ক) তামা ও টিন

(খ) তামা, নিকেল ও দস্তা

(গ) তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

(ঘ) তামা ও দস্তা

উত্তরঃ (ঘ) তামা ও দস্তা


প্রশ্নঃ বিলিরুবিন তৈরি হয় -

(ক) যকৃৎ

(খ) মজ্জা

(গ) কিডনি

(ঘ) প্লীহা

উত্তরঃ (ক) যকৃৎ


প্রশ্নঃ মানব মস্তিষ্কের কোন্‌ অংশটি বমি নিয়ন্ত্রন করে? -

(ক) পনস

(খ) মেডুলা অবলংগাটা

(গ) সেরিব্রাম

(ঘ) সেরিবেলাম

উত্তরঃ (খ) মেডুলা অবলংগাটা


প্রশ্নঃ ভারতের সর্ব মোট কতগুলি দ্বীপ আছে? -

(ক) ২৪৭ টি

(খ) ২৫৪ টি

(গ) ২৬০ টি

(ঘ) ২৬৭ টি

উত্তরঃ (খ) ২৫৪ টি


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close