Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1


প্রশ্নঃ কোন্‌ রাজ্য সরকার নতুন "Electric Vehicle Policy 2021" লঞ্চ করেছে? -

(ক) পাঞ্জাব

(খ) মহারাষ্ট্র

(গ) হরিয়ানা

(ঘ) কর্ণাটক

উত্তরঃ (খ) মহারাষ্ট্র


প্রশ্নঃ মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যানেজমেন্ট দায়িত্ব নিল কোন্‌ কোম্পানি? -

(ক) Adani Group

(খ) Birla

(গ) TATA

(ঘ) Reliance

উত্তরঃ (ক) Adani Group


প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোথায়? -

(ক) চীন

(খ) জাপান

(গ) তাইওয়ান

(ঘ) সিঙ্গাপুর

উত্তরঃ (ঘ) সিঙ্গাপুর


প্রশ্নঃ ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ভারতের সিরাম ইনস্টিটিউট নীচের কোন্‌ ভ্যাকসিন তৈরি শুরু করবে? -

(ক) Pfizer

(খ) Moderna

(গ) Sputnik Light

(ঘ) Sputnik V

উত্তরঃ (ঘ) Sputnik V


প্রশ্নঃ আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করে? -

(ক) মোহন সিং

(খ) নেতাজি সুভাষচন্দ্র বসু

(গ) রাসবিহারি বসু

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (গ) রাসবিহারি বসু


প্রশ্নঃ নীচের কোন্‌ দেশে দিনের বেলায় সূর্য দেখা যায় না? -

(ক) নরওয়ে

(খ) ডেনমার্ক

(গ) আইসল্যান্ড

(ঘ) ফিনল্যান্ড

উত্তরঃ (ক) নরওয়ে


প্রশ্নঃ অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? -

(ক) বর্ধমান

(খ) বীরভূম

(গ) বাঁকুড়া

(ঘ) পুরুলিয়া

উত্তরঃ (ঘ) পুরুলিয়া


প্রশ্নঃ স্যার সি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন্‌ ঘটনার জন্য? -

(ক) সমাবর্তন

(খ) ব্যতিচার

(গ) বিচ্ছুরণ

(ঘ) বিক্ষেপণ

উত্তরঃ (গ) বিচ্ছুরণ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close