Current Affairs / General Knowledge in Bengali Part 5
প্রশ্ন : কোন মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায় -
(ক) কিউলেক্স(খ) অ্যানিফ্যলিস
(গ) এডিস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) এডিস
প্রশ্ন : ভারতে কোন সালে সবুজ বিপ্লব শুরু হয় -
(ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৯ খ্রিস্টাব্দে
উত্তর : (ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে
প্রশ্ন : রোধ এর একক কোনটি -
(ক) কুলম্ব
(খ) এম্পিয়ার
(গ) ওহম
(ঘ) ওয়াট
উত্তর : (গ) ওহম
প্রশ্ন : পঞ্চায়েত সমিতির সভা কে আহবান করেন -
(ক) রাজ্যপাল
(খ) সভাধিপতি
(গ) গ্রাম প্রধান
(ঘ) সভাপতি
উত্তর : (গ) গ্রাম প্রধান
প্রশ্ন : সংবহন কলা কয় প্রকার -
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার
উত্তর : (ক) দুই প্রকার
প্রশ্ন : ভারতের প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন -
(ক) ডঃ বি আর আম্বেদকর
(খ) জওহরলাল নেহেরু
(গ) লাল বাহাদুর শাস্ত্রী
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (খ) জওহরলাল নেহেরু
প্রশ্ন : হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে -
(ক) বালগঙ্গাধর তিলক
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নবগোপাল মিত্র
(ঘ) শিশির কুমার ঘোষ
উত্তর : (গ) নবগোপাল মিত্র
প্রশ্ন : দার্শনিক উল কোনটিকে বলা হয় -
(ক) ফেরিক অক্সাইড
(খ) জিংক অক্সাইড
(গ) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
(ঘ) কিউপ্রিক অক্সাইড
উত্তর : (খ) জিংক অক্সাইড
প্রশ্ন : সড়ক ই আজম কে নির্মাণ করেছিলেন -
(ক) শেরশাহ
(খ) আলাউদ্দিন খলজী
(গ) মুহাম্মদ বিন তুঘলক
(ঘ) ইলতুৎমিস
উত্তর : (ক) শেরশাহ
প্রশ্ন : জিম করবেট ন্যাশনাল পার্কে কোন পশু বিখ্যাত -
(ক) হাতি
(খ) কালো হরিণ
(গ) বাঘ
(ঘ) সিংহ
উত্তর : (গ) বাঘ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ