Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 6

Current Affairs / General Knowledge in Bengali Part 6 


প্রশ্ন : বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত -
(ক) সুইমিং
(খ) টেবিল টেনিস
(গ) কবাডি
(ঘ) ভলিবল
উত্তর : (ক) সুইমিং

প্রশ্ন : কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছিল -
(ক) জার্মানি
(খ) যুক্তরাজ্য
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তর : (ঘ) অস্ট্রেলিয়া

প্রশ্ন : একদিনের ক্রিকেটে গত দশকের সেরা ক্রিকেটার নির্বাচন হলেন -
(ক) সচিন তেন্দুলকার
(খ) রোহিত শর্মা
(গ) বিরাট কোহলি
(ঘ) মাহেন্দ্র সিং ধোনি
উত্তর : (গ) বিরাট কোহলি

প্রশ্ন : সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন -
(ক) মোহনদাস করমচাঁদ গান্ধী
(খ) খান আবদুল গফফর খান
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ
(ঘ) আব্দুল কালাম আজাদ
উত্তর : (খ) খান আবদুল গফফর খান

প্রশ্ন : নিচের কোনটি কেঁচোর গমন অঙ্গের নাম -
(ক) সিটা
(খ) ক্ষণপদ
(গ) পা
(ঘ) নেফ্রিডিয়া
উত্তর : (ক) সিটা

প্রশ্ন : দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে বলে -
(ক) প্রবাহী ঘর্ষণ
(খ) আবর্ত ঘর্ষণ
(গ) স্থিতি ঘর্ষণ
(ঘ) পিছলানো ঘর্ষণ
উত্তর : (গ) স্থিতি ঘর্ষণ

প্রশ্ন : টাটা ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত -
(ক) মুম্বাই
(খ) দিল্লি
(গ) হায়দ্রাবাদ
(ঘ) চেন্নাই
উত্তর : (ক) মুম্বাই

প্রশ্ন : বেঙ্গলি পত্রিকায় প্রথম কবে জাতীয় কংগ্রেস শব্দটি ব্যবহার করা হয় -
(ক) ১৮৮২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
উত্তর : (খ) ১৮৮৩ খ্রিস্টাব্দে

প্রশ্ন : ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাজ্য কে স্পর্শ করে আছে -
(ক) মধ্যপ্রদেশ
(খ) উত্তর প্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) বিহার
উত্তর : (খ) উত্তর প্রদেশ

প্রশ্ন : কোন কোষ অঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলা হয় -
(ক) গলগি বডি
(খ) রাইবোজোম
(গ) লাইসোজোম
(ঘ) নিউক্লিয়াস
উত্তর : (গ) লাইসোজোম

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close