Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
(ক)কঠিন পদার্থে
(খ)তরল পদার্থে
(গ)বায়বীয় পদার্থে
(ঘ)শূন্য মাধ্যমে
উত্তরঃ (ঘ)শূন্য মাধ্যমে
প্রশ্নঃ একটি সারিতে অনিকের ক্রম যদি উভয় দিক থেকেই ১৯ হয় তাহলে উক্ত সারির সদস্য সংখ্যা কত?
(ক)২৭
(খ)৩৭
(গ)৩৮
(ঘ)৩৯
উত্তরঃ(খ)৩৭
প্রশ্নঃ গোধূলির কারণ কি?
(ক)প্রতিফলন
(খ)প্রতিসরণ
(গ)বিক্ষেপণ
(ঘ)কোনটি নয়
উত্তরঃ (গ)বিক্ষেপণ
প্রশ্নঃ চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়?
(ক)কর্ণাটক
(খ)কেরালা
(গ)উত্তরপ্রদেশ
(ঘ) কাশ্মির
উত্তরঃ (গ)উত্তরপ্রদেশ
প্রশ্নঃ ভিলাই ও বোকারো লৌহ ইস্পাত শিল্প কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে-
(ক) আমেরিকা যুক্তরাষ্ট্র
(খ) জার্মানি
(গ) রাশিয়া
(ঘ) গ্রেট ব্রিটেন
উত্তরঃ (গ) রাশিয়া
প্রশ্নঃ নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন- এটি একটি
(ক)রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
(খ)শ্রমিক আইনের সংবিধিবদ্ব ধারা
(গ)মৌলিক অধিকার
(ঘ)উপরের কোনটিই নয়
উত্তরঃ (গ)মৌলিক অধিকার
প্রশ্নঃ 'বায়ো ডাইভারসিটি'-র উপর আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক)বার্সেলোনিয়া
(খ)চেন্নাই
(গ)ক্যালগারি
(ঘ)টোকিও
উত্তরঃ(ঘ)টোকিও
প্রশ্নঃ পতঙ্গের কামড়ানোর ফলে চুল্কানির কারণ হল-
(ক)ফরমিক অ্যাসিড
(খ)অ্যাসিটিক অ্যাসিড
(গ)ল্যাকটিক অ্যাসিড
(ঘ)ম্যালিক অ্যাসিড
উত্তরঃ(ক)ফরমিক অ্যাসিড
প্রশ্নঃ সালোকসংশ্লেষেরসময় উদ্ভিদ বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে?
(ক) নাইট্রোজেন
(খ)কার্বন মনোক্সাইড
(গ)হাইড্রোজেন
(ঘ)কোনটাই নয়
উত্তরঃ (ঘ)কোনটাই নয়
প্রশ্নঃ মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে হয়?
(ক)কৌরব ও পাণ্ডব
(খ)কুরু ও কোশল
(গ)পাণ্ডব ও ক্ষত্রিয়
(ঘ) ক্ষত্রিয় ও কৌরব
উত্তরঃ (ক)কৌরব ও পাণ্ডব
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ