Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 14-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 14-07-2021/ Daily Current Affairs Today Part 1

Current Affairs / General Knowledge in Bengali Part 1


প্রশ্ন: সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল-
(ক) সোপারা
(খ)তাম্রলিপ্ত
(গ) কালিকট
(ঘ) কোচিন
উত্তর: (ক) সোপারা

প্রশ্ন: চিংড়ির রেচন অঙ্গের নাম-
(ক) সবুজ গ্রন্থি
(খ) ম্যালপিজিয়ান নালিকা
(গ) নীল গ্রন্থি
(ঘ) বৃক্ক
উত্তর:(ক) সবুজ গ্রন্থি

প্রশ্ন: হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা কে?
(ক) স্যামুয়েল হ্যানিম্যান
(খ) হিপোক্রেটস
(গ) চরক
(ঘ) সুশ্রুত
উত্তর:(ক) স্যামুয়েল হ্যানিম্যান

প্রশ্ন: 'লীলাবতী' লিখেছিলেন-
(ক) হেমচন্দ্র আচার্য
(খ) মহাবীরাচার্য
(গ) ভাস্করাচার্য
(ঘ) কল্কাচার্য
উত্তর:(গ) ভাস্করাচার্য

প্রশ্ন: হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে?
(ক) শিশির কুমার ঘোষ
(খ) নবগোপাল মিত্র
(গ) বালগঙ্গাধর তিলক
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:(খ) নবগোপাল মিত্র

প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) চক্রবর্তী রাজা গোপালাচারী
(গ) সরদার বল্লভ ভাই প্যাটেল
(ঘ) জওহরলাল নেহেরু
উত্তর:খ) চক্রবর্তী রাজা গোপালাচারী

প্রশ্ন: একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো-
(ক)4f থেকে বেশি
(খ)4f থেকে কম
(গ)2f এর সমান
(ঘ)4f এর সমান
উত্তর:(গ)2f এর সমান

প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
(ক) আমাজন
(খ) নীল
(গ) মিসিসিপি
(ঘ) দানিয়ুব
উত্তর:(খ) নীল

প্রশ্ন: অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি কে বলে-
(ক) সিফ
(খ) হামাদা
(গ) বার্খান
(ঘ) রান
উত্তর:(গ) বার্খান

প্রশ্ন: সাইমন কমিশন ভারতে আসে কার আমলে-
(ক) ওয়েলিংটন
(খ) আরউইন
(গ) লিনলিথগো
(ঘ) ওয়াভেল
উত্তর:(খ) আরউইন


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close