Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? -
(ক) সুশীলা নায়ার
(খ) আশাপূর্ণা দেবী
(গ) অরুনিমা সিনহা
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ (ঘ) সরোজিনী নাইডু
প্রশ্নঃ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? -
(ক) সর্দার ভগত সিং
(খ) জওহরলাল নেহেরু
(গ) মদন মোহন মালব্য
(ঘ) মহাত্মা গান্ধী
উত্তরঃ (গ) মদন মোহন মালব্য
প্রশ্নঃ বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? -
(ক) জাহান্দার শাহ
(খ) সিকান্দার শাহ
(গ) বাহমন শাহ
(ঘ) ফিরোজ শাহ
উত্তরঃ (খ) সিকান্দার শাহ
প্রশ্নঃ তুঙ্গভাঙ্গা কোন্ নদীর উপনদী -
(ক) কাবেরী
(খ) ব্রহ্মপুত্র
(গ) গোদাবরী
(ঘ) কৃষ্ণা
উত্তরঃ (ঘ) কৃষ্ণা
প্রশ্নঃ রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি -
(ক) আবগারি শুল্ক
(খ) সম্পদ কর
(গ) আয়কর
(ঘ) বিক্রয় কর
উত্তরঃ (ক) আবগারি শুল্ক
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসু কোথায় "স্বাধীন ভারত" সরকার গঠন করেন? -
(ক) কলকাতা
(খ) টোকিও
(গ) সিংগাপুর
(ঘ) রেঙ্গুন
উত্তরঃ (গ) সিংগাপুর
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের ২৪তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় -
(ক) ৭ বছরের কম
(খ) ১২ বছরের কম
(গ) ১৪ বছরের কম
(ঘ) ১৫ বছরের কম
উত্তরঃ (গ) ১৪ বছরের কম
প্রশ্নঃ পাণীয় জলে প্রধান বিষ হল -
(ক) ব্রোমাইড
(খ) ক্লোরাইড
(গ) আর্সেনিক
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (গ) আর্সেনিক
প্রশ্নঃ প্রতি ঘন্টায় হৃদপিন্ডের দ্বারা পাম্প করা রক্তের পরিমান -
(ক) ৩০০ লিটার
(খ) ৬০০ লিটার
(গ) ১০০০ লিটার
(ঘ) ১২০০ লিটার
উত্তরঃ (ক) ৩০০ লিটার
প্রশ্নঃ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন -
(ক) ডঃ রাধাকৃষ্ণন
(খ) এন সঞ্জীব রেড্ডী
(গ) ভি ভি গিরি
(ঘ) ডঃ জাকির হুসেন
উত্তরঃ (ক) ডঃ রাধাকৃষ্ণন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ