Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 4-07-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 4-07-2021/ Daily Current Affairs Today Part 4

 Current Affairs / General Knowledge in Bengali Part 4


প্রশ্নঃ অজন্তা গুহা কোন্‌ রাজ্যে অবস্থিত? -

(ক) ওড়িশা

(খ) গুজরাট

(গ) মহারাষ্ট্র

(ঘ) মধ্যপ্রদেশ

উত্তরঃ (গ) মহারাষ্ট্র


প্রশ্নঃ অন্নপূর্ণা পর্বত কোন্‌ দেশে অবস্থিত? -

(ক) বাংলাদেশ

(খ) ভুটান

(গ) ভারত

(ঘ) নেপাল

উত্তরঃ (গ) ভারত


প্রশ্নঃ এশিয়ার বুলবুল কাকে বলে? -

(ক) মাতঙ্গিনী হাজরা

(খ) সরোজিনী নাইডু

(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

(ঘ) রাণী লক্ষীবাঈ

উত্তরঃ (খ) সরোজিনী নাইডু


প্রশ্নঃ ভারতের GST নম্বরের ডিজিট সংখ্যা হল -

(ক) ১০ টি

(খ) ১৫ টি

(গ) ১৭ টি

(ঘ) ২১ টি

উত্তরঃ (খ) ১৫ টি


প্রশ্নঃ কোন্‌ মুঘল সম্রাট ঝারোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? -

(ক) বাবর

(খ) আকবর

(গ) জাহাঙ্গীর

(ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ (খ) আকবর


প্রশ্নঃ ভাস্কো ডা গামা কোন্‌ দেশের নাগরিক? -

(ক) স্পেন

(খ) ইটালি

(গ) পর্তুগাল

(ঘ) আমেরিকা

উত্তরঃ (গ) পর্তুগাল


প্রশ্নঃ একটি মিশ্রগ্রন্থির নাম হলো -

(ক) অগ্নাশয়

(খ) যকৃৎ

(গ) স্নায়ু কোশ

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) অগ্নাশয়


প্রশ্নঃ বেঙ্গল ক্যামিক্যালের প্রতিষ্ঠাতা কে? -

(ক) জগদীশ চন্দ্র বসু

(খ) প্রফুল্ল চন্দ্র রায়

(গ) জ্ঞান চন্দ্র ঘোষ

(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (খ) প্রফুল্ল চন্দ্র রায়


প্রশ্নঃ "আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন" উক্তিটি কার -

(ক) টুম্যান

(খ) বেনিতো মুসোলিনি

(গ) এডলফ হিটলার

(ঘ) ওয়াটার লিপম্যান

উত্তরঃ (খ) বেনিতো মুসোলিনি


প্রশ্নঃ কালো সিসা কাকে বলা হয়? -

(ক) গ্রাফাইড

(খ) কোক

(গ) কার্বন

(ঘ) ভূসাকালি

উত্তরঃ (ক) গ্রাফাইড


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close