LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 25-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 25-07-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1



প্রশ্নঃ সম্প্রতি, কবে "National Broadcasting Day" পালিত হয়েছে? -

(ক) ২২শে জুলাই

(খ) ২৩শে জুলাই

(গ) ২৪শে জুলাই

(ঘ) ২৫শে জুলাই

উত্তরঃ (খ) ২৩শে জুলাই


প্রশ্নঃ কোন্‌ দেশ পুরুষ অভিভাবক ছাড়াই মহিলাদের হজযাত্রায় অংশগ্রহণের অনুমতি দিলো? -

(ক) ওমান

(খ) ইউনাইটেড আরব এমিরেটস

(গ) সৌদি আরব

(ঘ) ভারত

উত্তরঃ (গ) সৌদি আরব


প্রশ্নঃ নগ্ন জিন কাকে বলে? -

(ক) নিউক্লিক অ্যাসিডকে

(খ) শর্করাকে

(গ) স্নেহ পদার্থকে

(ঘ) প্রোটিনকে

উত্তরঃ (ক) নিউক্লিক অ্যাসিডকে


প্রশ্নঃ নিম্নলিখিত কোন্‌টি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? -

(ক) পরভোজী

(খ) মাংশাসী

(গ) সর্বভূক

(ঘ) স্বভজী

উত্তরঃ (ঘ) স্বভজী


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্‌ জেলায় সর্বাধিক আলু উৎপাদন হয়? -

(ক) হাওড়া

(খ) বর্ধমান

(গ) হুগলি

(ঘ) দক্ষিণ ২৪ পরগণা

উত্তরঃ (গ) হুগলি


প্রশ্নঃ ভারতের পূর্ব বাহিনী নদী -

(ক) নর্মদা

(খ) মহানদী

(গ) তাপ্তি

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) মহানদী


প্রশ্নঃ প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোন্‌টি? -

(ক) সিটা

(খ) সিলিয়া

(গ) ফ্লাজেলা

(ঘ) পা

উত্তরঃ (খ) সিলিয়া


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোন্‌ জেলায় অবস্থিত? -

(ক) পুরুলিয়া

(খ) পশ্চিম মেদিনীপুর

(গ) বাঁকুড়া

(ঘ) বর্ধমান

উত্তরঃ (ক) পুরুলিয়া


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close