LightBlog
[2ND SERIES] Class 7 History Activity Task 2021 Part 5 Question with Answer - সপ্তম শ্রেণি ইতিহাস অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 7 History Activity Task 2021 Part 5 Question with Answer - সপ্তম শ্রেণি ইতিহাস অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ইতিহাস
সপ্তম শ্রেণী
পর্ব ৫




১. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও :

ক স্তম্ভ

খ স্তম্ভ

১.১ খলিফার অনুমোদন

(ক) গিয়াসউদ্দিন বলবন

১.২ সিজদা ও পাইবস

(খ) কৃষ্ণদেব রায়

১.৩ বাজারদর নিয়ন্ত্রণ

(গ) ইলতুৎমিস

১.৪ আমুক্তমাল্যদ

(ঘ) আলাউদ্দিন খলজী


উত্তরঃ 

ক স্তম্ভ

খ স্তম্ভ

১.১ খলিফার অনুমোদন


(গ) ইলতুৎমিস

১.২ সিজদা ও পাইবস

(ক) গিয়াসউদ্দিন বলবন

১.৩ বাজারদর নিয়ন্ত্রণ

(ঘ) আলাউদ্দিন খলজী

১.৪ আমুক্তমাল্যদ

(খ) কৃষ্ণদেব রায়



২. শূন্যস্থান পূরণ করো :

২.১ বন্দেগান-ই-চেহেলগানের সদস্য ছিলেন সুলতান ___________।
উত্তর : গিয়াসউদ্দিন বলবন

২.২ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন __________।
উত্তর : শামসউদ্দিন ইলিয়াস শাহ

২.৩ পর্তুগিজ পর্যটক __________ বিজয়নগর পরিভ্রমণ করেন।
উত্তর :

২.৪ বিজয়নগর পরাজিত হয়েছিল __________ যুদ্ধে।
উত্তর : পেজ

৩. সংক্ষেপে উত্তর দাও (৩০-৫০টি শব্দ) :
৩.১ ইক্তা ব্যবস্থা কি?

উত্তর : দিল্লির সুলতানরা যেসব রাজ্য জয় করতে সেগুলিকে এক একটি প্রদেশে ধরে নেওয়া হতো। এই পুরো দেশ গুলিকে বলা হতো ইকতা। ইকতা যাদের দেওয়া হত তাদের বলা হতো ইকতাদার। ইকতাদাররা নিজে নিজে এলাকায় সরকারের প্রাপ্ত রাজস্ব আদায় ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন। ইকতাদাররা রাজস্বের একাংশ দিয়ে একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং জীবনের প্রয়োজনে তা সরবরাহ করতেন।

৩.২ খলজি বিপ্লব বলতে কী বোঝো?
উত্তর : ১২৯০ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজী বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে 'খলজি বিপ্লব' বলা হয়। এর ফলে তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল।


৪. নিজের ভাষায় লেখ (১০০-১২০টি শব্দ) :

কৃষ্ণদেব রায় কে কেন বিজয় নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়?

উত্তর : তুলুভ বংশের বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তাপের শ্রেষ্ঠ শাসক বলার কারণ গুলি হল-
(১) তাঁর রাজত্বকালে  বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল এবং রাজ্যের সীমানাও বহুদূর বিস্তৃত হয়েছিল।
(২) তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটিয়ে ছিলেন।
(৩) এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং দর্শন শাস্ত্রের উন্নতি তাঁর সময়ে লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখার মধ্যে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন।


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close