Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ ভারতের হয়ে সম্প্রতি কে কুস্তিতে প্রথম সোনার মেডেল এনে দিলেন -
(ক) মেরী কম
(খ) প্রিয়া মানিক
(গ) নিশ্চয় আরোরা
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (খ) প্রিয়া মানিক
প্রশ্নঃ সিন্ধুসভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল। তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? -
(ক) রোপার
(খ) মহেঞ্জোদারো
(গ) হরপ্পা
(ঘ) লোথাল
উত্তরঃ (খ) মহেঞ্জোদারো
প্রশ্নঃ ভারতের তোতাপাখি কাকে বলা হয়? -
(ক) হরি সেনকে
(খ) আবুল ফজলকে
(গ) আমির খসরুকে
(ঘ) যতীন দাসকে
উত্তরঃ (গ) আমির খসরুকে
প্রশ্নঃ টোকিও অলিম্পিকে প্রথম পদক জয় করলেন মীরাবাঈ চানু, ইনি কোন্ রাজ্যের বাসিন্দা -
(ক) হরিয়ানা
(খ) ত্রিপুরা
(গ) মনিপুর
(ঘ) আসাম
উত্তরঃ (গ) মনিপুর
প্রশ্নঃ কুতুবউদ্দিন আইবেকের সভাকবির নাম হলো -
(ক) ভারবি
(খ) হারুন নিজামী
(গ) ফেরদৌস
(ঘ) সন্ধ্যাকর নন্দী
উত্তরঃ (খ) হারুন নিজামী
প্রশ্নঃ দইতে কোন্ অ্যাসিড থাকে? -
(ক) ম্যালিক অ্যাসিড
(খ) ল্যাকটিক অ্যাসিড
(গ) টারটারিক অ্যাসিড
(ঘ) ফরমিক অ্যাসিড
উত্তরঃ (খ) ল্যাকটিক অ্যাসিড
প্রশ্নঃ মীনাক্ষী মন্দির অবস্থিত? -
(ক) পাঞ্জাব
(খ) তামিলনাড়ু
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) হরিয়ানা
উত্তরঃ (খ) তামিলনাড়ু
প্রশ্নঃ ইউরোপের বুট বলা হয় কাকে? -
(ক) বেলজিয়াম
(খ) ইতালি
(গ) জার্মানি
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (খ) ইতালি
প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় উপজাতি হলো -
(ক) ভিল
(খ) থারু
(গ) গোন্ড
(ঘ) সাঁওতাল
উত্তরঃ (গ) গোন্ড
প্রশ্নঃ কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? -
(ক) মহানদী ও গোদাবরীর মধ্যে
(খ) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে
(গ) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
(ঘ) গোদাবরী ও কাবেরীর মধ্যে
উত্তরঃ (গ) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ