[2ND SERIES] Class 6 Science Activity Task 2021 Part 5 Question with Answer - ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 6 Science Activity Task 2021 Part 5 Question with Answer - ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও বিজ্ঞান

ষষ্ঠ শ্রেণি

পর্ব ৫





১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো -

(ক) সোনা

(খ) তামা

(গ) লোহা

(ঘ) অ্যালুমিনিয়াম

উত্তরঃ (গ) লোহা


১.২ আয়তন পরিমাপের একক হলো -

(ক) গ্রাম

(খ) সেন্টিমিটার

(গ) বর্গ সেন্টিমিটার

(ঘ) ঘন সেন্টিমিটার

উত্তরঃ (ঘ) ঘন সেন্টিমিটার


১.৩ অবিশুদ্ধ রক্ত হলো -

(ক) যে রক্তে কেবল CO₂ থাকে

(খ) যে রক্তে O এর তুলনায় CO বেশী থাকে

(গ) যে রক্তে কেবল O থাকে

(ঘ) যে রক্তে CO এর তুলনায় O বেশি থাকে

উত্তরঃ (খ) যে রক্তে O এর তুলনায় CO বেশী থাকে


 ২. সংক্ষিপ্ত উত্তর দাও :


২.১ SI পদ্ধতিতে বলের একক কী?

উত্তরঃ SI পদ্ধতিতে বলের একক নিউটন।


২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়?

উত্তরঃ জলের গভীরে গেলে তরলের উচ্চতা বাড়ায় তরলের চাপ বৃদ্ধি পায়।


২.৩ মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়?

উত্তরঃ আমরা জানি, চাপ=বল/ক্ষেত্রফল

                                 =৯০/০৯ নিউটন/বর্গমিটার।

                                =৯০×১০০/৯ নিউটন/বর্গমিটার

                               =১০০ নিউটন/বর্গমিটার

অতএব নির্ণেয় চাপের পরিমাণ=১০০ নিউটন/বর্গমিটার।


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৩.১ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো।

উত্তরঃ


৩.২ রক্তের কাজ কী কী?

উত্তরঃ রক্তের কাজ গুলি হল:-

(১) জীবাণুদের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ গড়ে তোলা।

(২) দেহের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা

(৩) খাবার হজমের পর দরকারই খাদ্য কোনগুলি শরীরের আনাচে কানাচে পৌঁছে দেওয়া।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :


৪.১ বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।

উত্তরঃ কোন একটি বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর বেগ বাড়াতে, কমাতে বা শূন্য করে দিতে বা গতির দিক বদল করতে বাইরে থেকে যা প্রয়োগ করা হয় তাই হল বল। যেমন ড্রয়ার টেনে খোলা ও ঠেলে বন্ধ করা, গড়িয়ে আসা ফুটবলকে পা দিয়ে আটকানো, স্থির থাকা টেবিল কে টেনে সরানো। এই রকম নানা কাজে আমাদের কখনো জিনিস টানতে বা কখনো ঠলতে হয়। এই টানা বা ঠেলা এক প্রকার বল।


৪.২ মানবদেহে প্রশ্বাস আর নিশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে?

উত্তরঃ মানবদেহে পাঁজরের ফাকে পাঁজর পেশী এবং বুক আর পেটের মাঝখানে ভেতরে আছে মধ্যচ্ছদা। এগুলি সাহায্যে একবার আমাদের বুকের খাচা ফুলিয়ে তোলা হয় তখন বাতাস ভেতরে ঢুকে। একে বলে প্রশ্বাস আবার এপিসি ভুলে গিলে হয়ে গেলে বুকের খাচা চুপসে যায়। আর বাতাস ভেতর থেকে বেরিয়ে যায়। একে বলে নিঃশ্বাস।


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন

 

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close