Current Affairs / General Knowledge in Bengali Part 8
প্রশ্নঃ "The Stranger In The Mirror" নিম্নলিখিত কার আত্মজীবনী? -
(ক) রাকেশ ওমপ্রকাশ মেহেরা
(খ) সুরেশ রাইনা
(গ) সুনীল শেট্টি
(ঘ) সোনু সুড
উত্তরঃ (ক) রাকেশ ওমপ্রকাশ মেহেরা
প্রশ্নঃ ২০৩২ সালে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে? -
(ক) কাতার
(খ) বেজিং
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ (গ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার উৎসশ্রী প্রকল্প চালু করল -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) ছত্রিশগড়
(গ) ত্রিপুরা
(ঘ) আসাম
উত্তরঃ (ক) পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ নতুন শতাব্দীতে পৃথিবীতে যে সমস্ত এক ভয়াবহ আকার ধারন করবে তা হল -
(ক) অগ্নুৎপাত
(খ) বৃষ্টিপাত
(গ) ভূমিকম্প
(ঘ) জনসংখ্যা বিস্ফোরণ
উত্তরঃ (ঘ) জনসংখ্যা বিস্ফোরণ
প্রশ্নঃ ভারতের কোন্ স্থানে উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত -
(ক) পোখরান
(খ) থুম্বা
(গ) তারাপুর
(ঘ) পুনে
উত্তরঃ (গ) তারাপুর
প্রশ্নঃ অশোক চক্র বলতে কী বোঝায়? -
(ক) প্রগতি ও গতিশীলতা
(খ) শান্তি ও প্রগতি
(গ) গতিশীলতা ও সাম্য
(ঘ) বিকাশ ও সত্য
উত্তরঃ (ক) প্রগতি ও গতিশীলতা
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? -
(ক) তামিলনাড়ু
(খ) পশ্চিমবঙ্গ
(গ) হরিয়ান
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ঘ) পাঞ্জাব
প্রশ্নঃ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো -
(ক) জিন্দা গাদা
(খ) সরাবতী
(গ) নকরেক
(ঘ) পরেশনাথ
উত্তরঃ (গ) নকরেক
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ