মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
ষষ্ঠ শ্রেণি
পর্ব ৫
তৃতীয় অধ্যায় : স্বাস্থ্য শিক্ষা
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো -
(ক) সু - অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলি থাকা দরকার? -
(১) স্কুলের শাসন
(২) রোগভোগ
(৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(৪) অভিভাবকের শাসন
উত্তরঃ (৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(খ) একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? -
(১) ১ লিটার
(২) ২.৫ - ৩ লিটার
(৩) ৩ - ৫ লিটার
(৪) ৪ - ৫ লিটার
উত্তরঃ (২) ২.৫ - ৩ লিটার
(গ) স্বাস্থ্য কী? -
(১) কেবলমাত্র শারীরিক সুস্থতা
(২) কেবলমাত্র মানসিক সুস্থতা
(৩) কেবলমাত্র সামাজিক সুস্থতা
(৪) পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়
উত্তরঃ (৪) পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়
(ঘ) মাস্ক ব্যবহারের সুফল কী? -
(১) শ্বাস - প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না
(২) রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না
(৩) শ্বাসপ্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না
(৪) করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে
উত্তরঃ (৩) শ্বাসপ্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না
(ঙ) করোনা __________ রোগ।
(১) ভাইরাস দ্বারা সংক্রামক রোগ
(২) অসংক্রামক রোগ
(৩) বংশগত রোগ
(৪) মশাবাহিত রোগ
উত্তরঃ (১) ভাইরাস দ্বারা সংক্রামক রোগ
২। সারণির মধ্যে সমতাবিধান করো :
বামদিকের |
ডানদিকের |
(ক) হৃদরোগ |
(i) জ্বর সর্দি-কাশি
ও শ্বাসকষ্ট |
(খ) আন্ত্রিক |
(ii) শারীরচর্চার
অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি |
(গ) কোভিড ১৯ |
(iii) জলবাহিত রোগ |
(ঘ) অসংক্রামক রোগের
কারণ |
(iv) অসংক্রামক রোগ |
উত্তরঃ
বামদিকের |
ডানদিকের |
|
(ক) হৃদরোগ |
(iv) অসংক্রামক রোগ |
|
(খ) আন্ত্রিক |
|
|
(গ) কোভিড ১৯ |
(i) জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট |
|
(ঘ) অসংক্রামক রোগের
কারণ |
(ii) শারীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি |
৩। নিজের মতো করে লেখো :
(ক) নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো।
উত্তরঃ ক) করোনার উপসর্গ গুলো প্রধানত তিন প্রকার। যথা-সবচেয়ে সাধারণ উপসর্গ সমূহ:
১) জ্বর
২) শুকনো কাশি
৩) ক্লান্তি ভাব
কম সাধারণ উপসর্গ সমূহ:
১) ব্যথা ও যন্ত্রণা
২) গলা ব্যথা
৩) ডায়রিয়া
৪) কনজাংটিভাইটিস
৫) মাথাব্যথা
৬) স্বাদ বা গন্ধ না পাওয়া
৭) ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙ্গুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া
গুরুতর উপসর্গ সমূহ:
১) শ্বাস নিতে অসুবিধা বা প্রবল শ্বাসকষ্ট হওয়া
২) বুকব্যথা বুকে চাপ অনুভব করা
৩) কথা বলার বা হাটা চলার শক্তি হারানো
(খ) নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে?
উত্তরঃ হাত প্রায়শই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সাবান এবং জল বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে। কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাক্স ব্যবহার করতে হবে । চোখ, নাক বা মুখ স্পর্শ অযথা করা যাবে না। কাশী বা হাঁচির সময় নাক এবং মুখটি কনুই বাস করে বা টিস্যু দিয়ে ঢাকতে হবে।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
👌👌👌👌👌👌👌👌👌🤗🤗🤗🤗
উত্তরমুছুনClass 7 activity task
উত্তরমুছুনইংলিশ টু নোয়াখাইল্যা U know what! I miss u so much. ত্যুই জানোনি! ত্যোয়ার লাই আঁর কইলজা হাডি যায়।
উত্তরমুছুন