Current Affairs / 1-07-2021 Part 2
প্রশ্নঃ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোথায় পরিপাক হয়? -
(ক) মুখবিবর
(খ) পাকস্থলী
(গ) ক্ষুদ্রান্ত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) মুখবিবর
প্রশ্নঃ গণপরিষদ কবে গঠিত হয়েছিল? -
(ক) ১৯৪৪ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৪৩ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৪৯ খ্রিষ্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
প্রশ্নঃ কোন্ গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? -
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) মিথেন
(ঘ) ফ্লোরিন
উত্তরঃ (গ) মিথেন
প্রশ্নঃ আনব্রেকেবল কার আত্মজীবনী? -
(ক) হিমা দাস
(খ) মেরি কম
(গ) স্মৃতি মান্ধানা
(ঘ) ঝুলন গোস্বামী
উত্তরঃ (খ) মেরি কম
প্রশ্নঃ দস্তক ছিল -
(ক) আদান - প্রদান ব্যবস্থা
(খ) মুক্ত বাণিজ্য ব্যবস্থা
(গ) সুতি দ্রব্যের বিক্রিতে ছাড় ব্যবস্থা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) মুক্ত বাণিজ্য ব্যবস্থা
প্রশ্নঃ শ্বেত রক্ত কণিকা কাজ করে -
(ক) সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে
(খ) শক্তির উৎস হিসাবে
(গ) জমাট বাঁধার রক্তের জন্য
(ঘ) ফুসফুস থেকে টিস্যুতে অক্সিজেন পরিবহনের মাধ্যম হিসাবে
উত্তরঃ (ক) সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে
প্রশ্নঃ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? -
(ক) গান্ধী
(খ) জ্যোতিরাও ফুলে
(গ) বি আর আম্বেদকর
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (খ) জ্যোতিরাও ফুলে
প্রশ্নঃ নীলনদ কোথাকার প্রধান নদী? -
(ক) দক্ষিণ আমেরিকা
(খ) আফ্রিকা
(গ) রাশিয়া
(ঘ) উত্তর আমেরিকা
উত্তরঃ (খ) আফ্রিকা
প্রশ্নঃ কুকি উপজাতি কোন্ রাজ্যে দেখা যায়? -
(ক) উত্তরপ্রদেশ
(খ) গুজরাট
(গ) ত্রিপুরা
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ক) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ কোন্ নদীর ধারে বিখ্যাত বদ্রীনাথ মন্দির অবস্থিত? -
(ক) অলকানন্দ
(খ) ভাগীরথী
(গ) মন্দাকিনী
(ঘ) গঙ্গা
উত্তরঃ (ক) অলকানন্দ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ