Current Affairs / 1-07-2021
প্রশ্নঃ মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে -
(ক) বোলান
(খ) সিন্ধু
(গ) রাভি
(ঘ) নীলনদ
উত্তরঃ (খ) সিন্ধু
প্রশ্নঃ বিগত ১০০ বছরে সেরা সমাজসেবীর তালিকায় প্রথমস্থানে আছেন কে? -
(ক) রতন টাটা
(খ) ওয়ারেন বাফেট
(গ) বিল গেটস
(ঘ) জামশেতজি টাটা
উত্তরঃ (ঘ) জামশেতজি টাটা
প্রশ্নঃ "দেশপ্রাণ" নামে কে পরিচিত? -
(ক) বীরেন্দ্রনাথ শাসমল
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) রাসবিহারী বসু
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) বীরেন্দ্রনাথ শাসমল
প্রশ্নঃ "হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকাটি কোন্ ভাষায় প্রকাশিত হত? -
(ক) হিন্দি
(খ) বাংলা
(গ) ইংরেজি
(ঘ) সংস্কৃত
উত্তরঃ (গ) ইংরেজি
প্রশ্নঃ রাস্তার হলুদ বাতিতে কোন্ গ্যাস ব্যবহার করা হয়? -
(ক) সোডিয়াম
(খ) আর্গন
(গ) নিয়ন
(ঘ) হিলিয়াম
উত্তরঃ (ক) সোডিয়াম
প্রশ্নঃ ভারতীয় মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? -
(ক) ২৬৫ টি
(খ) ৪২১ টি
(গ) ৩৯৫ টি
(ঘ) ৩২০ টি
উত্তরঃ (গ) ৩৯৫ টি
প্রশ্নঃ ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন্ ধরনের অধিকার নীতি? -
(ক) মৌলিক অধিকার
(খ) নির্দেশমূলক নীতি
(গ) বাধ্যতা মূলক নীতি
(ঘ) রাজনৈতিক অধিকার
উত্তরঃ (ক) মৌলিক অধিকার
প্রশ্নঃ "Playing It My Way" - কার আত্মজীবনী? -
(ক) মেরি কম
(খ) শচিন টেন্দুলকার
(গ) রবি শাস্ত্রী
(ঘ) সৌরভ গাঙ্গুলী
উত্তরঃ (খ) শচিন টেন্দুলকার
প্রশ্নঃ কোশের সমবিভাজনকে বলা হয় -
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মায়োসিস
(ঘ) ফটোলাইসিস
উত্তরঃ (খ) মাইটোসিস
প্রশ্নঃ স্তন্যপায়ী প্রাণীর করোটীয় স্নায়ুর সংখ্যা -
(ক) ৩১ জোড়া
(খ) ১২ জোড়া
(গ) ১০ জোড়া
(ঘ) ৩১ টি
উত্তরঃ (ক) ৩১ জোড়া
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ