[2ND SERIES] Class 8 Geography Activity Task 2021 Part 5 Question with Answer - অষ্টম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 8 Geography Activity Task 2021 Part 5 Question with Answer - অষ্টম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও ভূগোল

অষ্টম শ্রেণি

পর্ব ৫



১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো -

ক) দক্ষিণ - পূর্ব আয়নবায়ু

খ) উত্তর - পূর্ব আয়নবায়ু

গ) দক্ষিণ - পশ্চিম পশ্চিমাবায়ু

ঘ) উত্তর - পশ্চিম পশ্চিমাবায়ু

উত্তরঃ খ) উত্তর - পূর্ব আয়নবায়ু


১.২ ঠিক জোড়াটি নির্বাচন করো -

ক) বজ্রপাতসহ প্রবল বৃষ্টি - সিরাস মেঘ 

খ) জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া - বাষ্পীভবন

গ) বৃষ্টিচ্ছায় অঞ্চল - পর্বতের প্রতিবাত ঢাল

ঘ) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ - ঘূর্ণবাতের চোখ

উত্তরঃ ঘ) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ - ঘূর্ণবাতের চোখ


১.৩ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো -

ক) হুরণ

খ) ইরি

গ) সুপিরিয়র

ঘ) মিশিগান

উত্তরঃ গ) সুপিরিয়র


২. শূন্যস্থান পূরণ করো :

২.১ উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো _________।

উত্তরঃ উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লু


২.২ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে _________ রেখার সাহায্যে যুক্ত করা হয়।

উত্তরঃ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয়।


২.৩ দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল _________ মরুভূমি।

উত্তরঃ দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল আটকামা মরুভূমি।


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুদ্ধশিল্পে উন্নত কেন?

উত্তরঃ প্রেইরি সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়েই রয়েছে প্রেইরি তৃণভূমি। বরফ যখন গলে যায় তখন এই তৃণভূমির বিস্তীর্ণ তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফা প্রভৃতি তৃণ অর্থাৎ ঘাস ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্রে হিসাবে বিখ্যাত। একদিকে পশুপালনের এরূপ সুন্দর অনুকূল পরিবেশ অন্যদিকে পশু জাত দ্রব্য যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। তাই প্রেইরি সমভূমি অঞ্চল দুগ্ধশিল্পে উন্নত।


৩.২ পৃথিবীর বৃহত্তম নদী আববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল আমাজন নদী অববাহিকা। আমাজন নদী অববাহিকা তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য হলো।

(১) এই অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। তাই এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।

(২) আমাজন অববাহিকার আয়তন ৭০,৫০,০০০ বর্গ কিমি এবং জল প্রবাহের পরিমাণ ২,০৯,০০০ ঘনমিটার প্রতি সেকেন্ডে।

(৩) আমাজন নদীর উপনদী গুলো বেশ দীর্ঘ। আমাজন নদীর উপনদীর সংখ্যা 1 হাজার এর থেকেও বেশি।


৪. 'বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের ৩০ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে' - উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো।

উত্তরঃ বায়ুচাপ বলয় গুলির নিয়মিত অবস্থা পরিবর্তন ঘটে। এই অবস্থান পরিবর্তন, দুই গোলার্ধের ৩০°থেকে ৪০°অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব লক্ষ্য করা যায়। এই অঞ্চল গুলোতে গ্রীষ্ম কালে আয়ন বায়ু এবং শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা প্রভাবিত হয়। যেমন (১) সূর্যের উত্তরায়ন এর সময় কর্কটীয় উচ্চচাপ বলয় টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্ম কালে স্থল ভাগ থেকে আগত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় সংলগ্ন দেশগুলোতে বৃষ্টিপাত হয় না বললেই চলে।

(২) আবার সূর্যের দক্ষিণায়ন এর সময় কর্কটীয় উচ্চচাপ বলয় টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এরই ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়।


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন


Other Model Activity Task : Model Activity Task 2022


Tags Line

---------------------------------


model activity task class 8 geography part 5


class 8 model activity task geography part 5


geography class 8 model activity task part 5


part 5 model activity task class 8 geography


model activity task class 8 geography part 5 answer


model activity task class 8 geography part 5 answer pdf


model activity task class 8 geography part 5 answers


model activity task class 8 geography part 5 answers pdf


মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 ভূগোল পাট 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল অষ্টম শ্রেণি part 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 8


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 8 ভূগোল পাট 5

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close