Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ সম্প্রতি, প্রকাশিত "RSS : Building India Through SEWA" পুস্তকটি কে লিখেছেন? -
(ক) সুধাংশু মিত্তল
(খ) রজত কুমার
(গ) আর কে শ্রীবাস্তব
(ঘ) ঝুম্পা লাহিড়ী
উত্তরঃ (ক) সুধাংশু মিত্তল
প্রশ্নঃ কোন্ দেশ "Asia Pacific Economic Cooperration 2021" - এর আয়োজন করেছে? -
(ক) আমেরিকা
(খ) ভারত
(গ) নিউজিল্যান্ড
(ঘ) চীন
উত্তরঃ (গ) নিউজিল্যান্ড
প্রশ্নঃ কেন্দ্রিয় কৃষিমন্ত্রী শব্দের সঠিক তথ্য প্রদান করতে কোন্ ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ করল? -
(ক) কিষান সারথী
(খ) কিষান বন্ধু
(গ) কিষান সহায়তা
(ঘ) কিষান বিদ্যার্থী
উত্তরঃ (ক) কিষান সারথী
প্রশ্নঃ কোথায় মারুতি সুজুকির নতুন একটি প্লান্ট তৈরি হলো -
(ক) উড়িষ্যা
(খ) কর্ণাটক
(গ) তামিলনাড়ু
(ঘ) হরিয়ানা
উত্তরঃ (ঘ) হরিয়ানা
প্রশ্নঃ "The Indian Story" বইটির লেখক হলেন -
(ক) অরুন্ধতী রায়
(খ) বিমল জুলকা
(গ) অতনু পান্ডে
(ঘ) বিমল জালান
উত্তরঃ (ঘ) বিমল জালান
প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কততম বার্ষিক সাধারণ সভায় মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং সুইজারল্যান্ডকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করল? -
(ক) ৭৫ তম
(খ) ৭৬ তম
(গ) ৭৭ তম
(ঘ) ৭৮ তম
উত্তরঃ (ঘ) ৭৮ তম
প্রশ্নঃ "National Highways Authority of India" - এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? -
(ক) অরুণ মিশ্র
(খ) আরামানে গিরিধর
(গ) পিযুষ গোয়েল
(ঘ) নীতিন গদকরি
উত্তরঃ (খ) আরামানে গিরিধর
প্রশ্নঃ গৌতম বুদ্ধ যে নদীর তীরে সিদ্ধিলাভ করেন -
(ক) রাভী
(খ) ঝিলাম
(গ) নৈরঞ্জনা
(ঘ) ঋজুপালিকা
উত্তরঃ (গ) নৈরঞ্জনা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ