Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 3

 Current Affairs / General Knowledge in Bengali Part 3



প্রশ্নঃ সম্প্রতি, বিনায়া শ্রীকান্ত প্রধান - কে কোন্‌ দেশে ভারতীয় হাই কমিশনার নিযুক্ত করা হয়েছে? -

(ক) ইউগান্ডা

(খ) মালদ্বীপ

(গ) তাজিকিস্তান

(ঘ) কিরগিস্তান

উত্তরঃ (গ) তাজিকিস্তান


প্রশ্নঃ ভারত সরকার কোথায় "Indian Institute of Heritage" স্থাপনের ঘোষনা করেছে? -

(ক) ভোপাল

(খ) দেরাদুন

(গ) নয়ডা

(ঘ) কোলকাতা

উত্তরঃ (গ) নয়ডা


প্রশ্নঃ ভারতের প্রথম কোথায় POD Taxi পরিষেবা চালু হতে চলেছে? -

(ক) হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর

(খ) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর

(গ) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

(ঘ) নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর

উত্তরঃ (ঘ) নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর


প্রশ্নঃ "Khelo India University Games 2022" কোথায় অনুষ্ঠিত হবে? -

(ক) ছত্রিশগড়

(খ) কর্ণাটক

(গ) উড়িষ্যা

(ঘ) হরিয়ানা

উত্তরঃ (খ) কর্ণাটক


প্রশ্নঃ ভারতের কোথায় Monk Fruit এর চাষ শুরু হতে চলেছে? -

(ক) তামিলনাড়ু

(খ) মেঘালয়

(গ) হিমাচল প্রদেশ

(ঘ) উত্তরাখন্ড

উত্তরঃ (গ) হিমাচল প্রদেশ


প্রশ্নঃ কে British Grand Prix 2021 জয়লাভ করলো? -

(ক) ল্যান্ডো নোরিস

(খ) চার্লস লেক্লার্ক

(গ) ভালটেরি বোট্রাস

(ঘ) লুইস হ্যামিলটন

উত্তরঃ (ঘ) লুইস হ্যামিলটন


প্রশ্নঃ "Summer Olympics and Paralympic Games 2032" হোস্ট করবে কোন্‌ দেশ? -

(ক) নিউজিল্যান্ড

(খ) শ্রীলঙ্কা

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) জাপান

উত্তরঃ (গ) অস্ট্রেলিয়া


প্রশ্নঃ IOC কোথায় ভারতের প্রথম "গ্রিণ হাইড্রোজেন প্লান্ট" স্থাপন করবে? -

(ক) উত্তর প্রদেশ

(খ) পশ্চিমবঙ্গ

(গ) আসাম

(ঘ) গুজরাট

উত্তরঃ (ক) উত্তর প্রদেশ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close