[2ND SERIES] Class 10 Physical Science Activity Task 2021 Part 5 Question with Answer - মাধ্যমিক দশম শ্রেণি ভৌতবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 10 Physical Science Activity Task 2021 Part 5 Question with Answer - মাধ্যমিক দশম শ্রেণি ভৌতবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ভৌতবিজ্ঞান

দশম শ্রেণি

পর্ব ৫



১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো -

(ক) সোডিয়াম ক্লোরাইড

(খ) অ্যামোনিয়াম সালফেট

(খ) সালফিউরিক অ্যাসিড

(ঘ) অ্যাসেটিক অ্যাসিড

উত্তরঃ (ঘ) অ্যাসেটিক অ্যাসিড


১.২ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো -

(ক) P4O10

(খ) গাঢ় H2SO4

(গ) অনার্দ্র CaCl2

(ঘ) CaO

উত্তরঃ (ঘ) CaO


১.৩ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো -

(ক) WmK

(খ) Wm-¹K

(গ) WmK

(ঘ) WmK

উত্তরঃ (গ) WmK


২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :


২.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন।

উত্তরঃ মিথ্যা


২.২ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য।

উত্তরঃ সত্য


২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই।

উত্তরঃ সত্য


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca = 40)।

উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCo3) - এর আনবিক ভর

= 40 + 12 + (16 * 3)

= 40 + 12 + 48

= 100 গ্রাম

ক্যালশিয়াম আনবিক ভর = 40 গ্রাম

ஃ ক্যালশিয়াম শতকরা পরিমাণ 40%।


৩.২ অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ণ চূর্ণ আকারে রাখা হয় কেন?

উত্তরঃ অনুঘটক সুক্ষ্ণ চূর্ণ আকারে রাখলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে বেশি সংখ্যক বিক্রিয়ক অনুর পরমাণু অধিঃশোষিত হওয়ার সুযোগ পায়। অধিশোষনের মাত্রায় পরিমান যত বৃদ্ধি পায় কঠিন অনুঘটকের সক্রিয়তাও তত বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পেতে থাকে।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :


৪.১ একটি তড়িৎকোষের তড়িচ্চালক বল 10V ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।

উত্তরঃ তড়িচ্চালক বল (E) = 10V

অভ্যন্তরীন রোধ (r) = 2 ওহম

তড়িৎকোষের রোধ (R) = 8 ওহম

সময় (t) = 60 সেকেন্ড

ஃ আমরা জানি

E = I (R + r)

বা, I (R + r) = E

বা, I = E/(R + r)

বা, I = 10/10

বা, I = 1

ஃ I = 1A

ஃ উৎপন্ন তাপ = I²Rt

= 1²*8*60J

= 480 J


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন


Other Model Activity Task : Model Activity Task 2022


Tags Line

---------------------------------


model activity task class 10 physical science part 5


class 10 model activity task physical science part 5


physical science class 10 model activity task part 5


part 5 model activity task class 10 physical science


model activity task class 10 physical science part 5 answer


model activity task class 10 physical science part 5 answer pdf


model activity task class 10 physical science part 5 answers


model activity task class 10 physical science part 5 answers pdf


মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌত বিজ্ঞান পাট 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌত বিজ্ঞান দশম শ্রেণি part 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 10


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 10 ভৌত বিজ্ঞান পাট 5

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close