Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ মরণোত্তর মোহন বাগান রত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন কে? -
(ক) সমীর ব্যানার্জি
(খ) শিবাজী ব্যানার্জি
(গ) গোষ্ঠ পাল
(ঘ) পিকে ব্যানার্জি
উত্তরঃ (খ) শিবাজী ব্যানার্জি
প্রশ্নঃ মহলাদের সুরক্ষার জন্য Pink Protection ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন্ রাজ্য? -
(ক) গুজরাট
(খ) তামিলনাড়ু
(গ) কেরালা
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (গ) কেরালা
প্রশ্নঃ অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় -
(ক) ভূমিকম্পের তীব্রতা
(খ) সমুদ্রের গভীরতা
(গ) সমুদ্রের লবনতা
(ঘ) বাতাসের গতিবেগ
উত্তরঃ (ঘ) বাতাসের গতিবেগ
প্রশ্নঃ বেলগ্রেড কোন্ দেশের রাজধানী? -
(ক) পেরু
(খ) প্যারাগুয়ে
(গ) পালাউ
(ঘ) সার্বিয়া
উত্তরঃ (ঘ) সার্বিয়া
প্রশ্নঃ মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -
(ক) হুমায়ুন
(খ) বাবর
(গ) ঔরঙ্গজেব
(ঘ) আকবর
উত্তরঃ (খ) বাবর
প্রশ্নঃ সবচেয়ে বৃহত্তম দৈর্ঘ্যের একক হল -
(ক) পারসেক
(খ) অ্যাস্ট্রনমিক্যাল
(গ) আলোকবর্ষ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) পারসেক
প্রশ্নঃ অ্যাকোয়া ফরটিস বলা হয় কোন অ্যাসিডকে? -
(ক) নাইট্রিক অ্যাসিড
(খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(গ) কার্বনিক অ্যাসিড
(ঘ) সালফিউরিক অ্যাসিড
উত্তরঃ (ক) নাইট্রিক অ্যাসিড
প্রশ্নঃ হিরাকুদ বাঁধ কোন্ নদীর উপর অবস্থিত? -
(ক) কাবেরী
(খ) তুঙ্গ ভদ্রা
(গ) মহানদী
(ঘ) দামোদর
উত্তরঃ (গ) মহানদী
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ