মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ভূগোল ও পরিবেশ
দশম শ্রেণি
পর্ব ৫
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন লেখো :
১.১ যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো -
ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু
খ) সাভানা জলবায়ু
গ) মৌসুমী জলবায়ু
ঘ) নিরক্ষীয় জলবায়ু
উত্তরঃ ঘ) নিরক্ষীয় জলবায়ু
১.২ ঠিক জোড়াটি নির্বাচন করো -
ক) চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একহ সরলরেখায় অবস্থান - মরা কোটাল
খ) পৃথিবীর সাপেক্ষ চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান - মরা কোটাল
(গ) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব - পেরিজি
গ) চাঁদ ও পৃথিবীর মধ্যে সবর্নিম্ন দূরত্ব - অ্যাপোজি
উত্তরঃ খ) পৃথিবীর সাপেক্ষ চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান - মরা কোটাল
১.৩ অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো -
ক) পশ্চিমবঙ্গ
খ) গোয়া
গ) উত্তরপেদেশ
ঘ) সিকিম
উত্তরঃ ঘ) সিকিম
২. স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ |
২.১ বিশদ্ধ কাঁচামাল |
(ক) আটাকামা মরুভূমি |
২.২ ক্রান্তীয় ঘূর্ণবাত |
(খ) তুলো |
২.৩ পেরু স্রোত |
(গ) ইয়াস |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ |
২.১ বিশদ্ধ কাঁচামাল | (খ) তুলো |
২.২ ক্রান্তীয় ঘূর্ণবাত | (গ) ইয়াস |
২.৩ পেরু স্রোত |
(ক) আটাকামা মরুভূমি |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ জোয়ার-ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ বলের সৃষ্টি হয় তা হলো কেন্দ্র বহির্মুখী বল। এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এবং এটি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে।
অতএব চাঁদের আকর্ষণ এই পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার প্রতিবাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তির অপেক্ষা কেন্দ্রবহির্মুখী বল অধিক হওয়ায় সেখানেও সমুদ্রের জল ফুলে ওঠে। এটি হলো গৌণ বা পরোক্ষ জোয়ার আর এই জোয়ারের জল কম ফুলে ওঠে।
৩.২ নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
(ক) বায়ুর চাপ
(খ) স্থায়িত্ব
(গ) আবহাওয়ার প্রকৃতি
উত্তরঃ ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের তিনটি প্রধান পার্থক্য নিচে আলোচনা করা হলো -
(ক) বায়ুর চাপঃ ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে কিন্তু প্রতীপ ঘূর্ণবাত এর কেন্দ্রে উচ্চচাপ ও নিম্নচাপ বিরাজ করে।
(খ) স্থায়িত্বঃ ঘূর্ণবাত স্বল্পস্থায়ী হয় কিন্তু প্রতীপ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী হয়।
(গ) আবহাওয়ার প্রকৃতিঃ ঘূর্ণবাতের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং অতি প্রবল ঝড় সহ বজ্রপাত ও বৃষ্টিপাত হয় তবে প্রতীপ ঘূর্ণবাত এর সময় আকাশ মেঘমুক্ত থাকে এবং শান্ত আবহাওয়া বিরাজ করে।
৪. ভারতের কোন্ অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
উত্তরঃ কফি চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ:
(ক) প্রাকৃতিক পরিবেশঃ
(১) জলবায়ুঃ উষ্ণ ও আদ্র জলবায়ু কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। কফি চাষের জন্য সারা বছর ধরে উচ্চতা ও প্রচুর বৃষ্টির প্রয়োজন।
(২) কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতাঃ কফি গাছের বৃদ্ধিতে সহায়তা করে তেমনি তুষারপাতও বেশি কফি গাছের ঝড়ো কফি গাছের ক্ষতি করে।
(৩) মৃত্তিকাঃ লোহা, পটাশ, নাইট্রোজেনযুক্ত উর্বর মৃত্তিকা কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী।
(৪) জমির প্রকৃতিঃ জল নিকাশের সুবিধাযুক্ত পাহাড়ের ঢালু জমি কফি চাষের পক্ষে আদর্শ।
(৫) ছায়া প্রদানকারী গাছঃ সরাসরি সূর্যকিরণ কফি গাছের ক্ষতি করে বলে কফি খেতে কলা ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়।
(খ) অপ্রাকৃতিক পরিবেশঃ
(১) জলসেচঃ প্রয়োজনে কফি গাছে জল সেচ দিতে হয়।
(২) সার প্রয়োগঃ জমিতে সারের অভাব হলে সার প্রয়োগ করতে হয়।
(৩) কীটনাশক প্রয়োগঃ পোকামাকড়ের আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ বাধ্যতামূলক।
(৪) সুলভ শ্রমিকঃ কফি খেত তৈরি, চারা লাগানো, রক্ষণাবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে প্রচুর শ্রমিকের প্রয়োজন।
(৫) মূলধনঃ কফি বাগান কেনা, চারা লাগানো, রক্ষণাবেক্ষণ ও তৈরি পর্যায়ের প্রচুর মূলধনের প্রয়োজন হয়।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
Tags Line
---------------------------------
model activity task class 10 geography part 5
class 10 model activity task geography part 5
geography class 10 model activity task part 5
part 5 model activity task class 10 geography
model activity task class 10 geography part 5 answer
model activity task class 10 geography part 5 answer pdf
model activity task class 10 geography part 5 answers
model activity task class 10 geography part 5 answers pdf
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভূগোল পাট 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল দশম শ্রেণি part 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 10
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 10 ভূগোল পাট 5
বিঃদ্রঃ খুব তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই সাইটে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দিতে তোমাদের সাহায্য একান্ত কাম্য।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ