Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ British Grand Prix 2021 শিরোপো জিতলেন কোন্ রেসিং কার ড্রাইভার? -
(ক) Valtteri Bottas
(খ) Charles Leclerc
(গ) Lewis Hamilton
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (গ) Lewis Hamilton
প্রশ্নঃ ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে সম্পূর্ণ জৈব চাষাবাদ গড়ে তুলতে কোন্ রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো লাদাখ? -
(ক) সিকিম
(খ) মেঘালয়
(গ) রাজস্থান
(ঘ) অরুণাচল প্রদেশ
উত্তরঃ (ক) সিকিম
প্রশ্নঃ কোন্ এয়ারপোর্ট বন্যা থেকে বাঁচাতে অপারেশন প্রবাহ লঞ্চ করল? -
(ক) চেন্নাই এয়ারপোর্ট
(খ) কলকাতা এয়ারপোর্ট
(গ) দিল্লী এয়ারপোর্ট
(ঘ) কোচিন এয়ারপোর্ট
উত্তরঃ (ঘ) কোচিন এয়ারপোর্ট
প্রশ্নঃ মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? -
(ক) লসিকা
(খ) শ্বেত কণিকা
(গ) লোহিত কণিকা
(ঘ) হিমোগ্লোবিন
উত্তরঃ (ঘ) হিমোগ্লোবিন
প্রশ্নঃ ক্লোরোফিলের প্রয়োজন হয় কী কারণে? -
(ক) ATP উৎপাদন
(খ) পাতায় শ্বেতসার সঞ্চয়
(গ) আলোকশক্তি শোষণ
(ঘ) জল বিয়োজন
উত্তরঃ (গ) আলোকশক্তি শোষণ
প্রশ্নঃ মিয়োসিস কোশ বিভাজন হল -
(ক) হ্রাসবিভাজন
(খ) অসমবিভাজন
(গ) বহু বিভাজন
(ঘ) সমবিভাজন
উত্তরঃ (ক) হ্রাসবিভাজন
প্রশ্নঃ তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কি -
(ক) লোহিত
(খ) সাংপো
(গ) দিবং
(ঘ) দিহং
উত্তরঃ (খ) সাংপো
প্রশ্নঃ কোন্ শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? -
(ক) কল্যাণী
(খ) নবদ্বীপ
(গ) বিষ্ণপুর
(ঘ) কলকাতা
উত্তরঃ (খ) নবদ্বীপ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ