Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ "The India Story" শিরোনামে বই লিখলেন কোন্ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাপ্তন গভর্ণর? -
(ক) রঘুরাম রাজন
(খ) বিমল জালান
(গ) ডি সুব্বরাও
(ঘ) শক্তি কান্ত দাস
উত্তরঃ (খ) বিমল জালান
প্রশ্নঃ যাত্রীদের বাসের সঠিক খবরাখবর দিতে কোন্ কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো দিল্লী সরকার? -
(ক) পাতা অ্যাপ
(খ) আমাজন
(গ) গুগল
(ঘ) ফেজবুক
উত্তরঃ (গ) গুগল
প্রশ্নঃ "India to the Rescue" - শিরোনামে বইটির লেখক কে? -
(ক) দোলা ব্যানার্জি
(খ) শ্রুতি রাও
(গ) সুশান্ত সিং
(ঘ) খ এবং গ উভয়
উত্তরঃ (ঘ) খ এবং গ উভয়
প্রশ্নঃ কোশ তত্ত্বের প্রবর্তক কে -
(ক) সিঙ্গার ও নিকলসন
(খ) স্লেইডেন ও স্বোয়ান
(গ) ড্যানিয়েল ও ড্যাভসন
(ঘ) ওয়াটসন ও ক্রিক
উত্তরঃ (খ) স্লেইডেন ও স্বোয়ান
প্রশ্নঃ উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) হাইকোর্টের প্রধান বিচারপতি
(ঘ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
উত্তরঃ (ক) রাষ্ট্রপতি
প্রশ্নঃ সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ হল -
(ক) সংযোজক কোষ
(খ) ভাজক কোষ
(গ) পেশীকোষ
(ঘ) স্নায়ু কোষ
উত্তরঃ (ঘ) স্নায়ু কোষ
প্রশ্নঃ প্রচলিত শক্তির উদাহরণ হল -
(ক) তাপশক্তি
(খ) জৈবশক্তি
(গ) বায়ুশক্তি
(ঘ) সৌরশক্তি
উত্তরঃ (ক) তাপশক্তি
প্রশ্নঃ হাওড়া ব্রিজের অপর নাম হল -
(ক) সংহতি সেতু
(খ) হুগলী সেতু
(গ) বিদ্যাসাগর সেতু
(ঘ) রবীন্দ্র সেতু
উত্তরঃ (ঘ) রবীন্দ্র সেতু
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ