LightBlog
WB Class 8 Bengali Model Activity Task - 3 WBBSE অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
Type Here to Get Search Results !

WB Class 8 Bengali Model Activity Task - 3 WBBSE অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩

 Model Activity Task

বাংলা

Class - VIII


অধ্যায় : দাঁড়াও - শক্তি চট্টোপাধ্যায়


১. অতিসংক্ষিপ্ত প্রশ্ন :


১.১ 'দাঁড়াও' কবিতাটি কোন্‌ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর : শক্তি চট্টোপাধ্যায়ের লেখা "মানুষ বড় কাঁদছে" কাব্যগ্রন্থ থেকে 'দাঁড়াও' কবিতাটি নেওয়া হয়েছে।


১.২ সকাল থেকে কবির কার কথা মনে পরছে?

উত্তর : সকাল থেকেই কবির পরোপকারী দয়াবান মানুষের কথা মনে পড়েছে।


১.৩ কবি কীভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন?

উত্তর : পাখিদের মতো মানুষকে দ্রুত এবং আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব ত্যাগ করে অসহায় মানুষকে সাহায্যের জন্য পাশে দাঁড়াতে হবে।


১.৪ কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তর : কবিতাটিতে মানুষ শব্দটি মোট 18 বার ব্যবহৃত হয়েছে।


১.৫ দল বিশ্লেষণ কর : মানুষ; একলা; ভেসে; ভালোবেসে

উত্তর : মানুষ = মা + নুষ

একলা = এক + লা

ভেসে = ভে + সে

ভালোবেসে = ভা + লো + বে + সে


২. সংক্ষিপ্ত প্রশ্ন : 


২.১ মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে?

উত্তর : দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছেন যে, পাখিরা দ্রুতগামী জীব এবং তাদের আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্ন বাদী মন নেই। তাই পাখিদের মতো মানুষকে দ্রুত এবং আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব ত্যাগ করে অসহায় মানুষকে সাহায্যের জন্য পাশে দাঁড়াতে বলেছেন। 

     সমাজে মানুষ একা বাঁচতে পারে না একে অপরের সহযোগিতায় মানুষ বেঁচে থাকে। বিপদগ্রস্ত অসহায় মানুষকে সাহায্য করা মানুষের মনুষ্যত্ববোধের বড় পরিচয়। কবিতায় আমাদের সমাজের হতদরিদ্র অসহায় লাঞ্ছিত প্রতারিত মানুষের পাশে হৃদয়বান পরোপকারী সমস্ত মানুষকে দাঁড়াতে এবং সহযোগিতা করতে অনুরোধ করেছেন।


২.২ 'দাঁড়াও' কবিতাটির প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও।

উত্তর : সামাজিক অবহেলা, শঠতার জন্য কিছু মানুষ একাকী, অসহায় ও বিপদগ্রস্থ। ্  এই সকল মানুষের সাহায্য সহযোগিতার জন্য সমাজের হৃদয়বান মানুষদের এগিয়ে আসার এবং পাশে দাঁড়ানোর জন্য কবি আহ্বান করেছেন।


৩. রচনাধর্মী প্রশ্ন :


৩.১ কবিতাটির বিষয়বস্তু আলোচনা কর।

উত্তর : কবি বলেছেন আজকে সমাজে মানুষ বড়ই একা কি এবং অসহায় তাই এই অসহায় বিপদগ্রস্ত মানুষদের রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসতে বলেছেন। সমাজের কিছু স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে অন্য মানুষদের ঠকানোর জন্য ফাঁদপাচ্ছে। পাখিদের যেমন আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব নেই তেমন ভাবে সহযোগিতার সহমর্মিতার মন নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বা সাহায্য করার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। 

     এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে প্রস্তুত এমন সব মানুষকে কবির সকাল থেকে সন্ধা রাত্রি অর্থাৎ সর্বক্ষণ মনে পড়ছে। এইসব পরোপকারী মানুষকে কবি অসহায় মানুষদের সাহায্যের জন্য পাশে দাঁড়াতে আহ্বান করেছেন।

     অসহায় মানুষকে ভালোবেসে খুব শীঘ্রই যেন তাদের পাশে পরোপকারী মানুষ এসে দাঁড়ায় তার কথা কবি বলেছেন। অর্থাৎ অসহায় মানুষের দুঃখ-কষ্ট সমব্যথী হয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কবি বারবার আহ্বান করেছেন।


অধ্যায় : কী করে বুঝব - আশাপূর্ণা দেবী


১. অতিসংক্ষিপ্ত প্রশ্ন :


১.১ বুকুর মায়ের নাম কী?

উত্তর : বুবুর মায়ের নাম হল নির্মলা।


১.২ বুকুদের বাড়ি কলকাতার কোন্‌ অঞ্চলে?

উত্তর : ভূতের বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে।


১.৩ ছেনুমাসিরা কোথা থেকে এসেছেন?

উত্তর : ছেনুমাসিরা উত্তরপাড়া থেকে এসেছিলেন।


১.৪ বুকুর স্কুলের নাম কী?

উত্তর : বুকুর স্কুলের নাম ছিল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।


১.৫ অতিথিরা বিদায় নেওয়ামাত্র বুকুর মা কী করেছিলেন?

উত্তর : অতিথিরা বিদায় নেওয়া মাত্রই বুকুর মা বুকুকে খুব মেরেছিল।


২. সংক্ষিপ্ত প্রশ্ন :


২.১ অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা কী করেছিলেন?

উত্তর : অতিথিদের আসার খবর শুনে বুকুর বাবা রেগে লাল হয়ে গিয়েছিলেন। কেননা অতিথিরা বাড়িতে যেদিন বেড়াতে এসেছিল ঠিক সেদিনই সে সিনেমার টিকিট কেটে এনেছিল। তাই সে বিরক্ত প্রকাশ করে এবং বলে যে টিকিটগুলো হয়তো নষ্ট করার জন্যই আজকের দিনটাই অতিথিরা বেছে নিয়েছেন। 


২.২ বুকুর মতে অতিথিরা চলে গেলে কী করতে হয়?

উত্তর : বুবুর মতে অতিথিরা চলে গেলেও অতিথির নিন্দা করতে হয়। কেননা তার মা এরকমই করতে এবং সে এগুলো দেখেই তার মার কাছ থেকে শিখে ছিল। আরে কথাগুলি বুক উৎসাহের সহিত বলেছিল।


৩. রচনাধর্মী প্রশ্ন : 


৩.১ বুকু কী বুঝতে পারেনি এবং এবিষয়ে তোমার ধারণা কী? 

উত্তর : বুকুর বাবা-মা তাকে শিখিয়েছে যে সব সময় সত্যি কথা বলতে হয় ও কিছু গোপন করতে নেই। সে বাবা-মায়ের কথা মতোই কাজ করেছে। কিন্তু তার কৃতকর্ম তার বাবা-মাকে বিপদে ফেলেছে। দোস যতটা বুকুর তার থেকে অনেক বেশি তার বাবা-মায়ের। সন্তান প্রতিপালনে আরো বেশি সতর্কতার দরকার। সবকথা ছোটদের সামনে বলতে নেই। কারণ ছোট তিল বুদ্ধি অপরিণত। তারা জানে না কোথায় কি বলতে হয় বা বলতে নেই। তা শোনানোর দায়িত্ব বাবা-মায়ের। তাছাড়া বাবা মায়ের আচরণ ও কথাবার্তা আরো সংগত হওয়া প্রয়োজন।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close