LightBlog
WB Class 8 Bengali Model Activity Task - 2 WBBSE অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
Type Here to Get Search Results !

WB Class 8 Bengali Model Activity Task - 2 WBBSE অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা

অষ্টম শ্রেণি


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 


১.১ সেলুকাস ছিলেন - গ্রিক সেনাপতি / গ্রিক সম্রাট / মুর সেনাপতি / আরব সেনাপতি।

উত্তরঃ সেলুকাস ছিলেন - গ্রিক সেনাপতি।


১.২ তোতাইয়ের চাই একটি - সবুজ টিয়া / সবুজ চারাগাছ / সবুজ জামা / চশমা।

উত্তরঃ তোতাইয়ের চাই একটি - সবুজ জামা।


১.৩ 'বাঘের বিক্রম সম মাঘের হিমানী' - পঙক্তিটির রচয়িতা - মাইকেল মধুসুদন দত্ত / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / ভারতচন্দ্র রায় / গৌরদাস বসাক।

উত্তরঃ 'বাঘের বিক্রম সম মাঘের হিমানী' - পঙক্তিটির রচয়িতা - ভারতচন্দ্র রায়।


১.৪ 'আলেম' শব্দের অর্থ - প্রবর্তক / সর্বজ্ঞ / অভিযাত্রী / সহযাত্রী।

উত্তরঃ 'আলেম' শব্দের অর্থ - সর্বজ্ঞ।


১.৫ 'মুরসেনাপতি' শব্দের দলসংখ্যা - দুই / তিন / পাঁচ / ছয়।

উত্তরঃ 'মুরসেনাপতি' শব্দের দলসংখ্যা - পাঁচ।


২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো : 


২.১ 'সুখ পাওয়া যায় অনেকখানি' - কবির মতে সুখলাভের উপায়টি কী?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতায় তেমন করে বলতে কবি বুঝিয়েছেন এইভাবে অর্থাৎ সততা আন্তরিকতা সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বুঝিয়েছেন। কবি এখানে যে সুখের কথা বলেছেন তা হল মানসিক শান্তি। সুখ দু'ধরনের। তাদের মধ্যে পার্থিব ও ধন-দৌলত অর্থ-সম্পদ প্রাচুর্য আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না। অন্যদিকে মানসিক শান্তি জীবনকে সহজ সুন্দর ও সৌন্দর্যময় করে তোলে। মানসিক শান্তির মধ্যে মানুষ প্রকৃত শান্তি খুঁজে পায়। জগত ও জীবনকে পরম সুখের ও আনন্দের পথে নিয়ে যেতে পারে একমাত্র মানসিক শান্তি।


২.২ '... বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল' - এই কথোপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে?

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আখ্যানমঞ্জুরী গ্রন্থের অন্তর্গত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতি আরব সেনাপতি এই দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে।

     আরব ও মুরদের যুদ্ধ চলছিল। সেই যুদ্ধে শত্রুপক্ষের তাড়া খেয়ে মুর সেনাপতি দিকভ্রষ্ট হয়ে আরব সেনা শিবিরে পৌঁছান। সেখানে আরব সেনাপতি মুর সেনাপতিকে অতিথি জ্ঞানে আশ্রয় দেন। এভাবে উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল।

     মুর ও আরব সেনাপতির কথোপকথনের মধ্য দিয়ে পূর্বপুরুষদের শৌর্য বীর্যের কাহিনী ফুটে ওঠে এবং আরব সেনাপতি জানতে পারেন যে তাঁর পিতার হত্যাকারী স্বয়ং সেই সেনাপতি নিজেই।


২.৩ মহাভারতের কোন্‌ চরিত্রটি, কেন অপুর সবচেয়ে ভালো লাগে?

উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্নের চরিত্রটি অপুর সবচেয়ে বেশি ভালো লাগতো।

     মায়ের মুখে মহাভারতের গল্প শুনতে অপুর খুব ভালো লাগে। মহাভারতের যুদ্ধের কাহিনী শুনে অপু নিজের কল্পনার জগত তৈরি করে। তাই মহাভারতের বিভিন্ন চরিত্রের মধ্যে কোন চরিত্রটি শিশু অপুর সকল করুণা মমতা সকল সহানুভূতি প্রিয় চরিত্র। কর্ণ মহাবীর অথচ সে চিরকাল সবার কৃপার পাত্র হয়েই রইল। কর্নের কথা মনে পড়লেই অপুর দুঃখ হতো। মহাবীরের রথের চাকা মাটিতে গেঁথে গেছে, সেই টাকা তুলতে গিয়ে নিরস্ত্র অবস্থায় অর্জুন তাকে বান মেরে হত্যা করল। কর্ণের কাতর মিনতি অর্জুন রাখলো না। একজন বীরের মৃত্যু হল এইভাবে অসম্মানে। অপুর শিশুমন কর্নের দুঃখে বেদনাহত হত। তার চোখ ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়ত।‌‌ সেইসঙ্গে অপু মানুষের দুঃখে চোখের জল পড়ার মতো অপার্থিব আনন্দ উপভোগ করত।  মহাবীর কর্ণ তার মনের কল্পনার রাজ্যে সজীবতা নিয়ে আসতো। অপু কল্পনায় দেখতে পেত কর্ণ এখনো আকাশের নিচে অশ্বত্থ গাছের ওপারে দূরে আরো অনেক দূরে প্রাণপণে মাটি থেকে রথের চাকা তোলার চেষ্টা করছে। কর্ণ পরাজিত ও নিহত হলেও অপুর কাছে সে আদর্শবান বীর।


২.৪ টিনের বাক্সে অপু কী কী রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন্‌ দিক ফুটে ওঠে?

উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী গল্পের ওপর টিনের বাক্সে একটি রঙ চটা কাঠের ঘোড়া, একটি টুল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, কয়েকটা কড়ি, দুই পয়সায় কেনা পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, কতগুলি খাপরার কুচি এবং এবং কতগুলি বই।

     টিনের বাক্সে সংগঠিত করে রাখা সম্পত্তিগুলো থেকে তার চরিত্র সম্পর্কে এই ধারণায় উপনীত হওয়া যায় যে, উপ ছিল খুবই কল্পনাপ্রবন ও স্বপ্নবিলাসী। তার স্বপ্ন গুলোকে তাকে জীবনের প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্যে ওর জীবনকে উপভোগ করার জন্য রসদ যোগাতো।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close