LightBlog
WB Class 8 Bengali Model Activity Task - 1 WBBSE অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১
Type Here to Get Search Results !

WB Class 8 Bengali Model Activity Task - 1 WBBSE অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা

অষ্টম শ্রেণি


নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :


১. 'সেইটে সবার চেয়ে শ্রেয়' - কবির মতে 'সবার চেয়ে শ্রেয়' কী?

উত্তর : অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে গৃহীত।

     জীবনে চলার পথে বহু ঝড়ঝঞ্ঝা বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে গেলে সুখের দিন বা ভালো সময় আসে। তাই এই জীবন পথে বিপদ দুঃখ আছে যে অন্যের সঙ্গে বিবাদ না করে বা অন্যকে দোষারোপ না করে মাথা ঠান্ডা করে বিপদের দিনে এগিয়ে চলতে হয়। আর সেটাই হবে সবচেয়ে উপযুক্ত বা শ্রেয়।


২. 'তদ্‌বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য কবির।' - বক্তা কোন্‌ বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন?

উত্তর : বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের বক্তা হলেন আরব সেনাপতি। মুর সেনাপতি দিকভ্রষ্ট হয়ে ক্ষুধা-তৃষ্ণায় ক্লান্ত হয়ে, বিপক্ষীয় আরব শিবিরে পৌঁচ্ছান। মুর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন এবং খাদ্য সামগ্রী ব্যবস্থা করেন। মুর সেনাপতির সঙ্গে সঙ্গে তার ঘোড়াও খুব ক্লান্ত ছিল। সেই বিষয়ে বলতে মুর সেনাপতির জন্য অন্য আরেকটি দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দেন যাতে তিনি সুরক্ষিতভাবে নিজের শিবিরে পৌঁছাতে পারেন।


৩. 'এই রইল তোদের পিকনিক - আমি চললাম।' - বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি?

উত্তর : উদ্ধৃত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্প এবং বক্তা হলেন টেনিদা।

     হাবুল সেন ও টেনিদা যখন বনভোজনের খাদ্য তৈরি করেছিল, তখন হাবুলের পোলাও, ডিমের ডালনা, মাছ মাংসের কোরমা প্রভৃতির কথা বলার মাঝখানে; হাবুল আলুভাজা, সুক্ত, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কার মত দেশি খাদ্যের কথা বলেছিল যেগুলি টেনিদার একদম পছন্দ ছিল না। তাই তিনি দা পিকনিক ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন।


৪. 'পরবাসী কবে নিজবাসভূমি গড়বে?' - কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন?

উত্তর : পরবাসী কবিতাটি কবি বিষ্ণু দের তুমি শুধু পঁচিশে বৈশাখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

     দুদিকে ঘন বনের মাঝে ঝিকিমিকি পথ প্রকৃতির তালে তালে এঁকেবেঁকে চলেছে। রাতের অন্ধকারে চোখ জ্বালা ছোট ছোট খরগোশ থেকে থেকে লাফ দিচ্ছে। কবি দেখেছেন মসৃণ টিলা বা উঁচু স্তুপের উপর পলাশ গাছের ঝোপের হঠাৎ আনন্দে ময়ূরের কত্থক নৃত্যের তালে তাল মিলিয়ে নদীর সোনালী তরঙ্গ সৌন্দর্য বিকশিত করছে। কবি আরো দেখেছেন হরিণেরা চুপিচুপি নদীর কিনারে জল খেতে আসে। এ প্রসঙ্গে কোভিদ পৌরাণিক সিন্ধু মুনির হরিণ আহ্বান কাহিনী মনে পড়ে যায়। এছাড়া বনি চিতাবাঘ চলে যাওয়ার হিংস্র ছন্দের মত কোভিদ উপলব্ধি করেন বন্যপ্রাণী কথাকলির বেগ জেগে ওঠে।

     কোথাও বন নেই, বসতি ও নেই। শুধু ধুধু প্রান্তরে শুকনো বাতাসের হাহাকার। গভীর অরণ্য ধ্বংস হয়ে গেছে। গ্রামগুলি যেমন প্রাণহীন হয়ে হারিয়ে গেছে তেমনি শহরও গড়ে ওঠেনি। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিকারী পক্ষীরাজ ময়ূর আজ পণ্যদ্রব্যে পরিণত হয়েছে। তাই কবির প্রশ্ন, এদেশের মানুষ নীরব অসহায় কেন? নদী গাছ পাহাড় গুরুত্বহীন বা গৌন কেন? কবি আর কতদিন সারাদেশ ময় অস্থায়ীভাবে ঘুরবেন? তাই আবার কবির জিজ্ঞাসা পরবাসী মানুষ কবে নিজের স্থায়ী বাসভূমি করে তুলবে। 


৫. 'এইভাবে আমরা দেহরা-দুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পশুত সাহিত্য-গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম।' - লেখকের বক্তব্য অনুসরনে সেই পরিস্থিতির বিবরণ দাও।

উত্তর : কথক উদ্ধৃত উক্তিটি করেছেন তার কারণ হলো, ট্রেন চলার পর লেখক দেখলেন মোট 16 জন পাঠান মর্দ কামরাই রয়েছে। দীর্ঘ যাত্রাপথ নীরবে যাওয়া সম্ভব নয় দেখে লেখক সবার সঙ্গে আলাপ পরিচয় করতে শুরু করলেন। এরপর পশতু ভাষার কোভিদ গজল ও কাহিনী জানার কথা জিজ্ঞাসা করাতে কাবিরা উৎসাহের সঙ্গে লেখককে খুশ হাল খাঁ খট্টকের গজল ও আদম খাঁ ও দূর খানের দিল ভাঙ্গা কাহিনী শোনাতে লাগলো নানা কায়দায় মাধ্যমে। এই ভাবেই লেখক ও পশতু সাহিত্য গোষ্ঠী বা সাহিত্য সম্মেলন লাগিয়ে দিলেন। 


৬. 'এ সব আমার-ই হবে; আমাকেই দেবেন বিধাতা' - ভাবনাটি কার? বিধাতা তাকে কী কী দেবেন বলে মনে করে? 

উত্তর : তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় এই ভাবনাটি হলো একটি চড়ুই পাখির।

     একটি চতুর চড়ুই পাখি কবির ঘরে বাসা বেধেছে। প্রতিদিন সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সেও বাসায় ফিরে আসে। এই বাড়ি থেকে খড় কুটো ও বাড়ি থেকে ধার নিয়ে এসে সারাদিন কবির ঘরে কিচিরমিচির শব্দে গান জুড়ে দেয়। কখনো চড়ুই পাখি টা কৌতুহলী দুচোখ মেলে অবাক দৃষ্টিতে কবি কে দেখে। কবি মনে করেন হয়তো চড়ুই পাখিরা ভাবছে লোকটা যখন থাকবে না চলে যাবে এই ঘর জানালা-দরজা টেবিল ফুলদানি বই খাতা সব জিনিসপত্রের মালিকানা বিধাতা তখন চড়ুই পাখিকে দেবেন। 


৭. দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো - 'সম্ভাষণ'।

উত্তর : সম্ (রুদ্ধ দল) + ভা (মুক্ত দল) + ষণ (রুদ্ধ দল)


৮. 'উঠন্তি মুলো পত্তনে চেনা যায়' - প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। 

উত্তর : ছেলেটি দীলিপবাবুর পকেট কেটেছে এ নির্ঘাত বড় হয়ে পকেটমার হবে। এজন্য উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close