Current Affairs / 12-06-2021
প্রশ্ন: পাকিস্তান ও ভারত বিভাজন কারী রেখা টি হল-
(ক) ডুরান্ড লাইন(খ) ম্যাকমোহন লাইন
(গ) রেডক্লিফ লাইন
(ঘ) ম্যাগিনট লাইন
উত্তর:(গ) রেডক্লিফ লাইন
প্রশ্ন:Philology কি?
(ক) হাড় সংক্রান্ত বিদ্যা
(খ) পেশি সংক্রান্ত বিদ্যা
(গ) ভাষা সংক্রান্ত বিদ্যা
(ঘ) স্থাপত্য সংক্রান্ত বিদ্যা
উত্তর:(গ) ভাষা সংক্রান্ত বিদ্যা
প্রশ্ন: বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি?
(ক) অতিরিক্ত চাপ
(খ) সান্দ্রতা
(গ) পৃষ্ঠটান
(ঘ) পীড়ন
উত্তর:(গ) পৃষ্ঠটান
প্রশ্ন: ভাঙরা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?
(ক) আন্ধ্রা প্রদেশ
(খ) পাঞ্জাব
(গ) অসম
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর:(খ) পাঞ্জাব
প্রশ্ন: চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে?
(ক) মেধা পাটকার
(খ) বাবা আমতে
(গ) স্বামী সুন্দরানন্দ
(ঘ) সুন্দরলাল বহুগুণা
উত্তর:(ঘ) সুন্দরলাল বহুগুণা
প্রশ্ন: প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়?
(ক)1962
(খ)1965
(গ)1971
(ঘ)1977
উত্তর:(ক)1962
প্রশ্ন: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) চেন্নাই
(ঘ) নয়াদিল্লি
উত্তর:(ক) মুম্বাই
প্রশ্ন: 1,9,25,49,?
(ক)121
(খ)81
(গ)16
(ঘ)169
উত্তর:(খ)81
প্রশ্ন: 3,5,10,12,24,26,?
(ক)52
(খ)30
(গ)28
(ঘ)48
উত্তর:(ক)52
প্রশ্ন:a__ba__b__b__a___b
(ক)abaab
(খ)bbabb
(গ)abaab
(ঘ)aabba
উত্তর:(খ)bbabb
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ