Model Activity Task
পরিবেশ ও বিজ্ঞান
Class - VII
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. উদাহরণসহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলকের পার্থক্য লেখো।
উত্তরঃ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের প্রধান পার্থক্যগুলি হল -
প্রথমত, নিয়মিত প্রতিফলনের প্রতিফলক চকচকে বা উজ্জ্বল হয়; আর বিক্ষিপ্ত প্রতিফলনের প্রতিফলক অমসৃন ও অনুজ্জ্বল প্রকৃতির হয়।
দ্বিতীয়ত, কাঁচ, আয়না ইত্যাদি নিয়মিত প্রতিফলনের উদাহরণ; এবং বাড়ির দেওয়াল, টিভির পর্দা ও বইয়ের পৃষ্ঠা বিক্ষিপ্ত প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে।
তৃতীয়ত, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট দিকে ধাবিত হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে।
২. একটি পিনহোল ক্যামেরায় দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নীচের পরিবর্তনগুলি করা হলো। প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের কী পরিবর্তন দেখা যাবে : (ক) উৎসকে দূরে সরানো হলো (খ) ছিদ্রকে বড়ো করা হলো।
উত্তরঃ
(ক) উৎসকে দূরে সরানো হলোঃ আলক উৎসকে ছিদ্র থেকে যত দূরে সরানো হবে প্রতিকৃতি তত ছোটো হবে।
(খ) ছিদ্রকে বড়ো করা হলোঃ ছিদ্র বড় করা হলে তা আসলে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে, ফলে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে যা একে অপরের সাথে মিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি তৈরি করবে।
৩. তড়িৎচুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়?
উত্তরঃ সাধারনত দুটি উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো বা কমানো যেতে পারে। সেগুলি নীচে আলোচনা করা হল -
প্রথমত, তড়িৎ চুম্বকে তামার পাকের সংখ্যা বাড়িয়ে শক্তি বাড়ানো বা কমানো যায়।
দ্বিতীয়ত, তড়িৎ চুম্বকে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে শক্তি বাড়ানো বা কমানো যায়।
৪. কচুরিপানার খর্বাধাবক ও আলুর স্ফীতকন্দের কাজ কী কী?
উত্তরঃ 👉 কচুরিপানার খর্বাধাবকের কাজ হল বংশ বিস্তারে সাহায্য করা।
👉 আলুর স্ফীতকন্দের কাজ হল খাদ্য সঞ্চয় করে রাখা।
৫. পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করও।
উত্তরঃ পাতার বিভিন্ন অংশের কাজগুলি নীচে আলোচনা করা হল -
(ক) পত্রফলক - (অ) খাদ্য প্রস্তুত করা।
(খ) পত্রবৃন্ত - (অ) জল ও খাদ্য পরিবহন করা।
(আ) পত্রফলককে ধরে রাখা।
(গ) পত্রমূল - (অ) গ্যাসের আদান-প্রদান করা।
(আ) পাতাকে কান্ড বা শাখার সঙ্গে যুক্ত করা।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ