LightBlog
WB Class 7 Bengali Model Activity Task - 1 WBBSE সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১
Type Here to Get Search Results !

WB Class 7 Bengali Model Activity Task - 1 WBBSE সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা

সপ্তম শ্রেনি


নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ


১. কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে?

উত্তরঃ শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের সৌজন্যে শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ ঘটে।


২. 'অবাক তাকায় চড়ুই পাখি' - চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়?

উত্তরঃ তিনটি শালিক যখন নিজেদের মধ্যে ঝগড়া নিজেরাই থামতে ব্যস্থ থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায়।


৩. 'খোকন সগর্বে তার ড্রইং খাতাগুলো নিয়ে এল।' - কার কাছে খোকন তার ড্রইং খাতাগুলো নিয়ে এসেছে? তার গর্ববোধ করার কারণ কী?

উত্তরঃ খোকনের বাবার বিখ্যাত এক চিত্রকার বন্ধু , তার কাছে খোকন তার ড্রইং খাতাগুলো নিয়ে এসেছিলো। খোকনের গর্ববোধ হওয়ার কারণ সে ঘন কালো মেঘের ছবি আঁকতে গিয়ে কুমিরের ছবি এঁকে ফেলেছে। আর ঠিক সেই মুহুর্তে বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর তাদের বাড়িতে আসেন।


৪. 'আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভরতবর্ষে কমই জন্মেছেন।' - কোন্‌ প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছে?

উত্তরঃ উদ্ধৃতি লাইনটি সৈয়দ মজতবা আলীর লেখা "কুতুব মিনারের কথা" প্রবন্ধ থেকে নেওয়া হয়েছ।

     সম্রাট কুতুবউদ্দিন আইবেক পৃথিবীর শ্রেষ্ঠ মিনার তৈরি করেছিল। পৃথিবীর অন্যান্য দশগুলি এরকম মিনার তৈরি তো দূরের কথা সাহস পর্যন্ত দেখাতে পারেনি। কিন্তু আলাউদ্দিন খলজী কুতুবের চেয়েও দ্বিগুণ উঁচু মিনার তৈরির সাহস দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলী এই কথাটি বলেছিলেন।

৫. 'ছন্দে শুধু কান রাখো' - কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন?

উত্তরঃ কবি মন্দকথায় কান না-দিয়ে কেবল ছন্দে কান পাততে বলেছেন। সমস্ত চিন্তা দূরে সরিয়ে রেখে কন পাতলে তবেই ছন্দ শোনা যায়। ঝড়-বাদল, নদীর স্রোত, ঝিঁঝির ডাক, মোটরের চাকা সর্বত্র ছন্দ লুকিয়ে আছে। প্রকৃতির প্রতিটি পরতে পরতে ছন্দের আনাগোনা। নৌকা চলার ছন্দ, ঘড়ির কাঁটায় ছন্দ। দিন-রাত সব ছন্দেতে বাঁধা। যা যা শব্দ আমরা শুনতে পাই সবেতেই ছন্দ রয়েছে। যারা এই ছন্দ কান পেতে শুনবে, মন দিয়ে নেবে, তারা ভুবনটিকে চিনতে পারবে। ছন্দ-সুরের সংকেতে মনের মাঝে মজা জমবে। জীবন পদ্যময় হবে। ছন্দে যদি কান না-দাও তাহলে পদ্য লেখা যেন সহজ হবে না।


৬. 'সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে' - উদ্ধৃতাংশে কোন্‌ শোকের প্রসঙ্গ এসেছে?

উত্তরঃ কালবৈশাখীর ক্ষণিকের আগমনে মাঠ, ঘাট, হাট, বন, আকাশ-বাতাস সবকিছুই কেঁপে ওঠে। বিশ্বজুড়ে এই ফেটে পড়া নিন্দা দেশের বিপ্লবাত্মক পরিস্থিতিকে কবি আকাশে কালবৈশাখী ঝড় ওঠার সঙ্গে তুলনা করেছেন।


৭. 'দাম' শব্দটি বাংলায় কীভাবে এসেছে?

উত্তরঃ গ্রিক শব্দ দ্রাখমে থেকে সংস্কৃত দক্ষ শব্দটি এসেছে। দক্ষ শব্দটি আবার পরিবর্তন হয়ে দম্ম শব্দটি এসেছে। আর এই দম্ম শব্দের প্রকৃত রূপের মধ্যে দিয়ে দাম শব্দটি এসেছে। যার অর্থ হলো মূল্য।


৮. একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।

উত্তরঃ মাস্টারমশাই = মাস্টার+মশাই (ইংরেজি + বাংলা)


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close