LightBlog
WB Class 7 Bengali Model Activity Task - 2 WBBSE সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
Type Here to Get Search Results !

WB Class 7 Bengali Model Activity Task - 2 WBBSE সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা

সপ্তম শ্রেনি


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


১.১ 'পাগলা গণেশ' গল্পে যে সালের কথা বলা রয়েছে - ১৫৮৯ / ২৫৮৯ / ৩৫৮৯ / ৫৫৮৯।

উত্তরঃ 'পাগলা গণেশ' গল্পে যে সালের কথা বলা রয়েছে - ৩৫৮৯ ।


১.২ 'My Native land, good night!' - উদ্ধৃতিটি - মাইকেল মধুসূদন দত্তের / বায়রনের / শেক্সপিয়রের / মিলটনের।

উত্তরঃ 'My Native land, good night!' - উদ্ধৃতিটি - বায়রনের।


১.৩ 'চিংড়ি' হলো একটি - খাঁটি দেশি শব্দ / তৎসম শব্দ / তদ্ভব শব্দ / অর্ধ-তৎসম শব্দ।

উত্তরঃ 'চিংড়ি' হলো একটি - তদ্ভব শব্দ।


১.৪ বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের একটি উদাহরণ - অফিসপাড়া / বাজিপাড়া / পাউরুটি / বেকসুর।

উত্তরঃ  বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের একটি উদাহরণ - অফিসপাড়া।


২. একটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 


২.১ 'তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক।' - এখানে কার কথা বলা হয়েছে?

উত্তরঃ 'তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক।' - এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে।


২.২ খোকনের বাবার বন্ধু কোন্‌ শহরে থাকেন?

উত্তরঃ খোকনের বাবার বন্ধু লখনউ শহরে থাকেন।


২.৩ 'মিনার' আর 'মিনারেট' - এর ফারাক কোথায়?

উত্তরঃ যে স্তম্ভ নিজস্ব ক্ষমতায় আপন মহিমায় দাঁড়ায় তার নাম মিনার। ইমারতের অঙ্গ হিসাবে মিনার কিংবা মসজিদ সমাধি কখনও থাকে না, থাকে তার নাম মিনারেট বা মিনারিক।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close