LightBlog
WB Class 7 Bengali Model Activity Task - 3 WBBSE সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
Type Here to Get Search Results !

WB Class 7 Bengali Model Activity Task - 3 WBBSE সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩

 Model Activity Task

বাংলা 

Class - VII


অধ্যায় : 'নোট বই'


১. বহু বিকল্পীয় প্রশ্ন : (প্রতি প্রশ্নের মান ১)


১.১ 'নোট বই' কবিতায় গরু ছটপট করে -

(ক) কাতুকুতু দিলে

(খ) আঘাত করলে

(গ) বেঁধে রাখলে

(ঘ) জল না দিলে।

উত্তরঃ  'নোট বই' কবিতায় গরু ছটপট করে - (ক) কাতুকুতু দিলে।


১.২ "জবাবটা জেনে নেব" - 

(ক) মেজদাকে অনুরোধ করে

(খ) মেজদাকে খুঁচিয়ে

(গ) মেজদাকে ভয় দেখিয়ে

(ঘ) মেজদার মাধ্যমে।

উত্তরঃ "জবাবটা জেনে নেব" - (খ) মেজদাকে খুঁচিয়ে।


১.৩ "বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে"? - 'আরক' শব্দের অর্থ হলো -

(ক) নির্যাস

(খ) বড়ি

(গ) পাতা

(ঘ) গাছ

উত্তরঃ "বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে"? - 'আরক' শব্দের অর্থ হলো - (ক) নির্যাস।


২. ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতি প্রশ্নের মান - ৩) (প্রতিটি উত্তর কম-বেশি চারটি বাক্যে লিখতে হবে) 


২.১ "ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়-" - ভালো কথাগুলি কী কী ছিলো?

উত্তরঃ কবি সুকুমার রায়ের লেখা "নোট বই" - কবিতায় ভালো কথাবলতে বোঝানো হয়েছে - ফড়িঙের কটা ঠ্যাং, আরশোলার কী কী খায়, আঠা আঙুলে দিলে চটচটে লাগে কেন বা কাতুকুতু দিলে গোরু ছটফট করে কেন।


২.২ "তোমরাও নোট বই পড়োনি!" - নোট বই না পড়ার কারণে কোন্‌ কোন্‌ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি?

উত্তরঃ জোয়ানের আরক কেন ঝাঁজ হয়, পেট কেন কামড়ায় বা ব্যাথা করে। লংকা ঝাল কেনো। তেজ কেন তেজপাতাতে। নাক ডাকে কেন, পিলে কেন চমকায়, দুন্দুভি কী, আরনি কাকে বলা? ইত্যাদি বিষয়গুলি জানা যায়।


২.৩ 'আগাগোড়া' - এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লেখো।

উত্তরঃ ঘাত - প্রতিঘাত

আশা - নিরাশা

বাদ - প্রতিবাদ

জয় - পরাজয়

ধনি - দরিদ্র


অধ্যায় : 'খোকনের প্রথম ছবি' - বনফুল


১. বহু বিকল্পীয় প্রশ্ন : (প্রতি প্রশ্নের মান ১) (নিম্নলিখিত ক্ষেত্রে ঠিক উত্তরটি বেছে লেখো)


১.১ "খোকন সত্যি সত্যি এঁকে ফেলল একদিন" - খোকন এঁকেছিল 

(ক) টেবিল

(খ) কলসি

(গ) ইউক্যালিপটাস গাছ

(ঘ) গোলাপ ফুল

উত্তরঃ "খোকন সত্যি সত্যি এঁকে ফেলল একদিন" - খোকন এঁকেছিল - (গ) ইউক্যালিপটাস গাছ।


১.২ "মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন"। - 'বেকুব' হল 

(ক) তৎসম শব্দ

(খ) তদ্ভব শব্দ

(গ) আরবি-ফরাসি শব্দ

(ঘ) দেশি শব্দ

উত্তরঃ "মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন"। - 'বেকুব' হল - (গ) আরবি-ফরাসি শব্দ।


১.৩ খোকনের বাবার চিত্রকর-বন্ধুটি থাকেন -

(ক) দিল্লীতে 

(খ) লক্ষ্ণৌতে

(গ) কলকাতায়

(ঘ) মাদ্রাজে

উত্তরঃ খোকনের বাবার চিত্রকর-বন্ধুটি থাকেন - (খ) লক্ষ্ণৌতে।


২. ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতি প্রশ্নের মান-২) ( প্রতিটি উত্তর তিন চারটি বাক্যে লিখতে হবে)


২.১ "প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না।" - একথা বলার কারণ কী?

উত্তরঃ প্রকৃতির সৌন্দর্য্য ও বিস্তারকে আঁকতে ছবিতে ঠিক ভাবে ফুটিয়ে তোলা যায় না। তাই খোকনের আঁকা সূর্যের ছবিতে সূর্যের দৃপ্তি ঠিক ভাবে ফুটে উঠাতে পারেনি বা গোলাপের ছবিতেও গোলাপের সৌন্দর্য্য ধরা পড়েনি। তাই প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না।


২.২ "নিজের প্রথম সৃষ্ঠির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন।" - 'প্রথম সৃষ্টি' কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 

উত্তরঃ খোকন এতদিন যতগুলি ছবি এঁকেছে সব ছবিগুলো কোন না কোন কিছুর প্রতিরূপ। কিন্তু অন্ধকার ঘরে বসে কল্পনাশক্তির  দ্বারা অন্ধকারে যে ছবি এঁকেছে সেট খোকনের নিজস্ব ছবি। তাই সেই ছবিটিই খোকনের প্রথম সৃষ্টি বলা হয়েছে।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close