LightBlog
Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 11-06-2021/ Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 11-06-2021/ Current Affairs Today

  Current Affairs / 11-06-2021


প্রশ্ন ঃ সংবিধান আমাদের দেশের নামকরন কিভাবে করেছে? -

(ক) Bharat

(খ) India, that is Bharat

(গ) Hindustan

(ঘ) Aryavarta

উত্তরঃ (খ) India, that is Bharat


প্রশ্ন ঃ প্রথম পুরোপুরি ভারতীয় ব্যাঙ্ক কোন্‌টি? -

(ক) SBI

(খ) PNB

(গ) RBI

(ঘ) BOI

উত্তরঃ (খ) PNB


প্রশ্নঃ আইনের চোখে সাম্যের অধিকার হল - 

(ক) Civil Right

(খ) Economic Right

(গ) Social Right

(ঘ) Political Right

উত্তরঃ (ক) Civil Right


প্রশ্ন ঃ Food Corporation of India কত সালে স্থাপিত হয়? -

(ক) 1955 খ্রিস্টাব্দে

(খ) 1960 খ্রিস্টাব্দে

(গ) 1965 খ্রিস্টাব্দে

(ঘ) 1970 খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) 1965 খ্রিস্টাব্দে


প্রশ্ন ঃ 'My Life' বইটির লেখক কে? -

(ক) সোনিয়া গান্ধী

(খ) রিচার্ড নিক্সন

(গ) বিল ক্লিন্টন

(ঘ) ইন্দিরা গান্ধী

উত্তরঃ (গ) বিল ক্লিন্টন


প্রশ্ন ঃ 'কালো বিপ্লব' কিসের সঙ্গে যুক্ত? -

(ক) সার শিল্পের সাথে

(খ) পাট শিল্পের সাথে

(গ) তৈলবীজের সাথে

(ঘ) পেট্রোলিয়াম উৎপাদন শিল্পের সাথে

উত্তরঃ (ঘ) পেট্রোলিয়াম উৎপাদন শিল্পের সাথে


প্রশ্ন ঃ নীচের কোন্‌টি মৌলিক অধিকার নয়? -

(ক) চিন্তাভাবনা প্রকাশের অধিকার

(খ) ধর্মীয় স্বাধীনতার অধিকার

(গ) সাম্যের অধিকার

(ঘ) নারী ও পুরুষের সমকাজে সমবেতন

উত্তরঃ (ঘ) নারী ও পুরুষের সমকাজে সমবেতন


প্রশ্নঃ TISCO কত সালে গড়ে ওঠে? -

(ক) 1905 খ্রিস্টাব্দে

(খ) 1906 খ্রিস্টাব্দে

(গ) 1907 খ্রিস্টাব্দে

(ঘ) 1908 খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) 1907 খ্রিস্টাব্দে


প্রশ্ন ঃ 'Smart Money' বলতে কী বোঝায়? -

(ক) UPI

(খ ) USD

(গ) Internet Banking

(ঘ) Bitcoin

উত্তরঃ (গ) Internet Banking


প্রশ্নঃ Duck শব্দটি কোন্‌ খেলার সঙ্গে যুক্ত? -

(ক) Cricket

(খ) Golf

(গ) Volley Ball

(ঘ) Tennis

উত্তরঃ (ক) Cricket


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close