WB Class 7 Geography Model Activity Task - 3 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
Type Here to Get Search Results !

WB Class 7 Geography Model Activity Task - 3 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩

 Model Activity Task

Geography and Environment

Class - VII


অধ্যায় : নদী


১. নীচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো :


ক) শাখানদী বোঝাতে গেলে নীচের সঠিক ছবিটি হলো -

উত্তরঃ 

খ) নীচের উল্লেখ করা ভূমিরূপগুলির মধ্যে বেমানান হলো -

অশ্বক্ষুরাকৃতি হ্রদ / জলপ্রপাত / গিরিখাত / ক্যানিয়ন

উত্তরঃ নীচের উল্লেখ করা ভূমিরূপগুলির মধ্যে বেমানান হলো - অশ্বক্ষুরাকৃতি হ্রদ।


২. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

উত্তরঃ নীচে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করা হল -

প্রথমত, গিরিখাত সৃষ্টি হয় নদীর উচ্চগতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে; কিন্তু ক্যানিয়ন সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় উচ্চভূমি অঞ্চলে।

দ্বিতীয়ত, গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি অক্ষর 'V' আকৃতির হয়; আর ক্যানিয়ন অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরেজি অক্ষর 'I' আকৃতির হয়।

তৃতীয়ত, গিরিখাত নদীতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়; তবে ক্যানিয়নে বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় প্রায় হয়ই না, নিম্নক্ষয় সর্বাধিক হয়।

চতুর্থত, নেপালের কালি নদীর গিরিখাত একটি আদর্শ গিরিখাতের উদাহরণ; এবং কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি আদর্শ ক্যানিয়নের উদাহরণ। 


৩. নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সাথে মূলতঃ ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো।

উত্তরঃ 

  • পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচুভাব (বন্ধুরতা) খুব বেশি হওয়ায় জন্য নদীর শক্তিও বেশি থাকে। ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয়কার্য।

  • মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি এবং শক্তি দুটোই কমে যায়। নদী প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে।

  • নদীর নিম্নগতিতে নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয়কাজ একেবারেই বন্ধ হয়ে যায়, সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয়।

৪. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো।

উত্তরঃ 


     নদীর বাঁকের একদিকে (খাড়াপাড়ের দিকে) জলস্রোত বেশি থাকে, তার উল্টোদিকে (ঢালুপাড়ে) সঞ্চয় বেশি হয় ফলে নদী একপাড় ভাঙে, অন্য পাড় গড়ে। নদীর বাঁকের পরিমান বাড়লে, বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে।


৫. একটি ছবি এঁকে তার মধ্যে নদীর উৎস, মূলনদী, উপনদী, শাখানদী, মোহনা, নদী অববাহিকা ও ধারণ অববাহিকা চিহ্নিত করো।

উত্তরঃ



Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close