মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও ভূগোল
সপ্তম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ
১. পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো।
উত্তরঃ
অপসূর অবস্থান ঃ ৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় (প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি)। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি ছয়মাসে দূরত্ব ক্রমশ কমতে থাকে।
অনুসূর অবস্থানঃ ৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় (প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি)। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়।
২. ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করো।
উত্তরঃ যে-কোনো স্থান থেকে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান (৯০⁰) দেখে যে সময় গণনা করা হয়, তাকে বলে স্থানীয় সময়। অর্থাৎ, যে দ্রাঘিমারেখায় যখন মধ্যাহ্ণ হয় (বেলা ১২টা) এবং সেই অনুসারে যে সময় গণনা করা হয়, তাকেই স্থানীয় সময় বলা হয়। এরপর এই মধ্যাহ্ণ সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয়। সূর্যের অবস্থান অনুসারে এই সময় নির্ণয় করা হয় বলে স্থানীয় সময়ের আর এক নাম সৌরসময়। একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হয় বলে স্থানীয় সময়ও অনেকগুলি হয়।
৩. বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তরঃ বায়ুতে জলীয়বাষ্প থাকলে, ঐ বায়ু জলীয়বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়। তাই বায়ুর চাপও কম হয়। জলীয়বাষ্প বায়ুতে মিশলে যে নিম্নচাপ তৈরি হয়, (অর্থাৎ বায়ুর চাপ কমে যায়) তার ফলেই আবহাওয়া অশান্ত হয়ে ঝড়, বৃষ্টি, দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। আর জলীয়বাষ্পের অভাবে, বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়।
৪. অক্ষাংশগত বিস্তৃত ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে?
উত্তরঃ
অক্ষাংশগতঃ এশিয়া মহাদেশটি ১০⁰ দক্ষিণ থেকে ৮২⁰ উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। সেইজন্য এই মহাদেশের দক্ষিণাংশ উষ্ণমণ্ডলে, মধ্যভাগ নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং উত্তরভাগ হিমমন্ডলে অবস্থিত।
সমুদ্র থেকে দুরত্বঃ যে সমস্ত অঞ্চলগুলি সমুদ্রতীর থেকে প্রায় ২০০০ - ২৫০০ কিমি দূরে অবস্থিত সেখানে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। যেই কারণে তিব্বত অঞ্চলে গ্রীষ্মকালে ৪০⁰ সে. এবং শীতকালে - ৪০⁰ সে. উষ্ণতা থাকে। আর সমুদ্র তীরবর্তী অঞ্চলে সবসময়ই সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ