মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ইতিহাস
ষষ্ঠ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখো -
ক) হোমো ইরেকটাস : হোমো ইরেকটাস প্রজাতির মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারত। এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো। হোমো ইরেকটাস প্রজাতির মানুষেরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।
খ) ভীমবেটকা : ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। ১৯৫৭ খ্রিস্টাব্দে ভীমবেটকা থেকে বেশকিছু গুহার খোঁজ পাওয়া গেছে। এই গুহগুলোতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতো। ভীমবেটকার গুহা গুলিতে তাদের আঁকা ছবিগুলো এখনো আছে।
গ) সিটাডেল : হরপ্পা নগর গুলিতে বসতি অঞ্চল দুটি আলাদা এলাকায় ভাগ করা ছিল। নগরীর পশ্চিমবঙ্গের উঁচু অঞ্চলকে প্রত্নতাত্ত্বিকরা সিটাডেল বলেছেন।
২. আদিম মানুষ যাযাবর ছিল - নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ।
উত্তর : আদিম মানুষ প্রথম দিকে কৃষিকাজ জানো না। তাই আদিম মানুষেরা খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আদিম মানুষেরা যে পশু পালন করত সেই পশুদের খাবার সংগ্রহের জন্য তাদেরকে যাযাবর জীবন যাপন কাটাতে হতো।
৩. উপযুক্ত তথ্য দিয়ে সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো -
মেহেরগড় :
হরপ্পা :
বাঃ প্রশ্নগুলো কি সুন্দর একসাথে দেয়া। 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓😳😳😳😳😳😳
উত্তরমুছুন