LightBlog
WB Class 6 Science Model Activity Task - 2 WBBSE পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
Type Here to Get Search Results !

WB Class 6 Science Model Activity Task - 2 WBBSE পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ইতিহাস

ষষ্ঠ শ্রেণি


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখো -

   ক) হোমো ইরেকটাস : হোমো ইরেকটাস প্রজাতির মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারত। এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো। হোমো ইরেকটাস প্রজাতির মানুষেরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।

   খ) ভীমবেটকা : ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। ১৯৫৭ খ্রিস্টাব্দে ভীমবেটকা থেকে বেশকিছু গুহার খোঁজ পাওয়া গেছে। এই গুহগুলোতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতো। ভীমবেটকার গুহা গুলিতে তাদের আঁকা ছবিগুলো এখনো আছে।

   গ) সিটাডেল : হরপ্পা নগর গুলিতে বসতি অঞ্চল দুটি আলাদা এলাকায় ভাগ করা ছিল। নগরীর পশ্চিমবঙ্গের উঁচু অঞ্চলকে প্রত্নতাত্ত্বিকরা সিটাডেল বলেছেন।


২. আদিম মানুষ যাযাবর ছিল - নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ।

উত্তর : আদিম মানুষ প্রথম দিকে কৃষিকাজ জানো না। তাই আদিম মানুষেরা খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আদিম মানুষেরা যে পশু পালন করত সেই পশুদের খাবার সংগ্রহের জন্য তাদেরকে যাযাবর জীবন যাপন কাটাতে হতো।


৩. উপযুক্ত তথ্য দিয়ে সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো -


মেহেরগড় : 

অবস্থান - পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে
সময়কাল - খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ৩৮০০ অব্দ পর্যন্ত।
বৈশিষ্ট্য - (১) মেহেরগড় সভ্যতার মানুষেরা ধাতুর ব্যবহার জানতো না।
(২) এই সভ্যতার মানুষ কৃষিকাজ করতে জানতো।
(৩) এই সভ্যতার মানুষেরা কুমোরের চাকা মাটির পাত্র বানানোর কৌশল জানতে।


হরপ্পা :

অবস্থান - উত্তরে জম্মুর মন্ডা থেকে দক্ষিনে গুজরাটের কচ্ছ অঞ্চল পর্যন্ত পশ্চিমে পাকিস্তানের বালুচিস্তান ও পূর্ব দিকে আলমগীরপুর পর্যন্ত বিস্তৃত ছিল।
সময়কাল - খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ১৫০০ অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল।
বৈশিষ্ট্য - (১) হরপ্পা সভ্যতার মানুষেরা ধাতুর ব্যবহার জানতো। হরপ্পা সভ্যতা কে তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা বলা হয়।
(২) হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা।

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. বাঃ প্রশ্নগুলো কি সুন্দর একসাথে দেয়া। 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓😳😳😳😳😳😳

    উত্তরমুছুন

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close