মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও ইতিহাস
ষষ্ঠ শ্রেণি
অধ্যায়ঃ-
১. ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ।
২. ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও। (৫০ / ৬০ টি শব্দে)
উত্তরঃ আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ারের বিবর্তন সুস্পষ্ট ভাবে লক্ষণীয়। প্রথম দিকে তারা যে ধরনের হাতিয়ার ব্যবহার করত, ধীরে ধীরে সেই হাতিয়ারের মান উন্নত হয়েছিল। আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় -
পুরোনো পাথরের যুগের প্রথম পর্বে আদিম মানুষরা ভারী নুড়ি পাথরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করে। এরপর তারা পাথরের ছুড়ি তৈরি করে। যা ছিল আগের হাতিয়ারে থেকে উন্নত এবং পুরনো পাথরের যুগের শেষ পর্ব পর্যন্ত পাথরে তৈরি ছুড়ি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল।
২. ধাতু, চাকা, আগুন - এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো? (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)
উত্তরঃ আমি মনে করি আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হল আগুন।
৩. মনে করো তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো- সেখানে গিয়ে তুমি কী কী দেখবে তার একটা চার্ট বানাও।
উত্তরঃ প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গিয়ে আমি যে বিষয়গুলি দেখব সেগুলি নিচে একটি চার্ট এর আকারে দেয়া হলো -
(১) বিশাল বড় কূপ(২) ইটের তৈরি পাকা বাড়ি
(৩) সীলমোহর
(৪) পোড়া মাটির পাত্র
(৫) বাটখারা
(৬) বিভিন্ন অলংকার
(৭) নারীমূর্তি ইত্যাদি।
৪. নীচের কোন কোন কারনগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠার জন্য প্রযোজ্য ছিল? (টিকা চিহ্ন দাও) -
ক) সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত।
খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিলো। ✅
গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো। ✅
ঘ) সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লোহা পাওয়া যেত।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ