LightBlog
Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 15-06-2021/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 15-06-2021/ Daily Current Affairs Today

 Current Affairs / 15-06-2021



প্রশ্নঃ Statements : সব প্রশ্নগুলি হল পেনসিল। কেনো পেনসিল উত্তর নয়।

Conclusion : (i) কিছু উত্তর হল প্রশ্ন। (ii) কোনো উত্তরই প্রশ্ন নয়।

(ক) only i ঠিক

(খ) only ii ঠিক

(গ) i অথবা ii ঠিক

(ঘ) i ও ii কোনোটাই ঠিক নয়

উত্তরঃ (খ) only ii ঠিক


প্রশ্নঃ একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে, কোন প্রাণী কটি আছে?

(ক) 40, 20

(খ) 50, 20

(গ) 30, 20

(ঘ) 45, 25

উত্তরঃ (খ) 50, 20


প্রশ্নঃ বিক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর শতকরা ক্ষতি কত? 

(ক) 9%

(খ) 10%

(গ) 11%

(ঘ) 12%

উত্তরঃ (ক) 9%


প্রশ্নঃ এক ব্যক্তির বেতন 15000 টাকা থেকে বেড়ে 20000 টাকা হল। বেতন বৃদ্ধির শতকরা হার কত?

(ক) 20%

(খ) 25%

(গ) 30%

(ঘ) 33%

উত্তরঃ (ঘ) 33%


প্রশ্নঃ সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? -

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 4

উত্তরঃ 1



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close