Model Activity Task
Geography and Environment
Class - Vi
অধ্যায় : জল-স্থল-বাতাস
১. নীচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো :
ক) বাতাসে ধূলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রঙ হয় -
নীল
সাদা
কালো
ধূসর
উত্তরঃ নীল
খ) জলপ্রবাহ, বৃষ্টিপাত, ভৌমজল ও বাষ্পীভবন এদের সঠিক ক্রমে লিখলে যে প্রবাহপথটি তৈরী হবে, তা হলো -
জলপ্রবাহ - বাষ্পীয়ভবন - বৃষ্টিপাত - ভৌমজল - জল্প্রবাহ
বাষ্পীভবন - ভৌমজল - বৃষ্টিপাত - জলপ্রবাহ - ভৌমজল
বৃষ্টিপাত - বাষ্পীভবন - ভৌমজল - বৃষ্টিপাত - জলপ্রবাহ
ভৌমজল - বৃষ্টিপাত - ভৌমজল - জলপ্রবাহ - বাষ্পীভবন
উত্তরঃ জলপ্রবাহ - বাষ্পীয়ভবন - বৃষ্টিপাত - ভৌমজল - জল্প্রবাহ
২. অতি সংক্ষেপে উত্তর লেখো :
ক) 'বারিমন্ডল' বলতে কী বোঝায়?
উত্তরঃ 'বারি' শব্দের অর্থ হল 'জল'। পৃথিবীর সমস্ত জলরাশিকে একত্রে বলা হয়, বারিমন্ডল বা জলমন্ডল।
খ) 'মহাদেশ সঞ্চারণ' কাকে বলে?
উত্তরঃ আজ থেকে ৫০ কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। তখন একটাই বিরাট অখন্ড স্থলভাগ ছিল, ওয়েগনার যার নাম দেন প্যানজিয়া। এই প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ। যার নাম দেন প্যানথালাসা।
২০ কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে, ভাঙা টুকরো গুলো ভাসতে ভাসতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে এবং কোটি কোটি বছর ধরে সরতে সরতে বর্তমানে সাতটা মহাদেশ এবং পাঁচটি মহাসাগর তৈরি করেছে।
৩. তোমরা জান মহাদেশগুলি বছরে ২ থেকে ২০ সেমি করে সরে যায়। এরকমভাবে ক্রমাগত সরে যেতে থাকলে আরো ১০ কোটি বছর পর পৃথিবীতে কী কী ঘটতে পারে বলে তোমার মনে হয়?
উত্তরঃ আরো ১০ কোটি বছর পর পৃথিবীর মানচিত্র পুরো পালটে যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গিয়ে এশিয়ার ভূ-খন্ডে ধাক্কা খাবে। এর ফলে আটলান্টিক মহাসাগর আরো বড়ো হয়ে যাবে। আর প্রশান্ত মহাসাগরের আস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আফ্রিকার পূর্ব দিক আরও উত্তর-পূর্ব দিকে সরে যাবে এবং ভারতবর্ষের ভূ-খণ্ডের সাথে মিশে যাবে।
৪. বিশ্বউষ্ণায়ন কীভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো।
উত্তরঃ শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলি পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকেবেরিয়ে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ জমতে জমতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে।
৫. বায়ুমন্ডলের একটি উল্লম্ব চিত্র অঙ্কন করো, যেখানে উচ্চতার উল্লেখ করে ভূ-পৃষ্ঠ থেকে উর্ধ্বে বায়ুমন্ডলের ৪টি স্তরকে এবং স্তরগুলির অন্তর্বর্তী অঞ্চলকে দেখাতে হবে।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ